ইন্দো-তিব্বত বর্ডারে ৬৪ জন হেড কনস্টেবলের পদোন্নতি

ইন্দো-তিব্বত বর্ডারে ৬৪ জন হেড কনস্টেবলের পদোন্নতি

নিজস্ব সংবাদদাতা: ইন্দো-তিব্বত বর্ডারে ৬৪ জন হেড কনস্টেবলের পদোন্নতি হয়েছে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বিভাগীয় পদোন্নতি কমিটির ওপর ভিত্তি করে পশু পরিবহন ক্যাডারের ৬৪ জন হেড কনস্টেবলের পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রত্যেকেই সহকারী সাব ইন্সপেক্টরের পদে আসীন হয়েছেন। এটি ৩৪৮৮ কিলোমিটার পার্বত্য সীমান্তের দুর্গম ভূখণ্ডের বর্ডার আউট পোস্টে মোতায়েন করা আইটিবিপি অ্যানিমেল ট্রান্সপোর্ট এর অন্যতম কঠিনতম ক্যাডারের ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষিত এবং বৃহত্তম পদোন্নতিগুলির মধ্যে একটি।