'মদ্যপ' মুখ্যমন্ত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল পাঞ্জাবের রাজনীতি

'মদ্যপ' মুখ্যমন্ত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল পাঞ্জাবের রাজনীতি

পাঞ্জাবের (Punnjab) বর্তমান মুখ্যমন্ত্রী (CM) তথা আম আদমি পার্টি নেতা (AAP leader) ভগবত মানের মদে আসক্তি সর্বভারতীয় রাজনীতিতে সুবিদিত। রাজ্যের বিরোধী দলনেতা সুখবীর সিং বাদল এবার অভিযোগ করেছেন, ভগবন্ত মান এতই মদ্যপ ছিলেন যে ফ্রাঙ্কফুর্টে তাঁকে বিমান (flight) থেকে নামিয়ে দেওয়া হয়েছে (deplaned)।

তাঁর জন্য বিমান ছাড়তে দেরিও হয়েছে। আর তাতে মুখ পুড়েছে গোটা পাঞ্জাবের। এ ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে পাঞ্জাবের রাজনীতিতে।

শিরোমনি আকালি দল নেতা সুখবীর বাদল অভিযোগ করেছেন, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে রবিবার যখন পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তখন চূড়ান্ত মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। সহযাত্রীরা জানিয়েছেন, তাঁর পা টলছিল। তা ছাড়া অশান্তিও করছিলেন। সেই কারণে লুফথানসা কর্তৃপক্ষ তাঁকে বিমান থেকে নামিয়ে দিতে বাধ্য় হয়।

সুখবীরের দাবি, মুখ্যমন্ত্রীর জিনিসপত্র যেহেতু আগেই বিমানে তোলা হয়েছিল, তাই সে সব নামাতে অনেক সময় লেগে যায়। এর জেরে বিমান ছাড়তে ৪ ঘণ্টা দেরি হয়েছে। এ ভাবে ফ্লাইট মিস করার কারণেই ভগবত মান আপের জাতীয় কনভেনশনে পৌঁছাতে পারেননি বলে খোঁচা দিয়েছেন সুখবীর। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কীর্তিতে বিশ্বজুড়ে পাঞ্জাবীরা অত্যন্ত লজ্জিত হয়েছেন বলে টুইটারে দাবি করেছিলেন তিনি।

একটি সরকারি প্রতিনিধি দল নিয়ে জার্মানি সফরে গিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। জার্মানি থেকে ফিরে মান সোমবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দিল্লিতে দেখা করেন। তার পর আপ জানিয়েছে, বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

এরপরেই এই বিষয়ে বিবৃতি দিয়ে পুরো ঘটনা জানিয়েছে লুফথানসা কর্তৃপক্ষ। বিমান দেরিতে ছাড়ার কারণ জানতে চাওয়া এক নেটিজেনের প্রশ্নের উত্তরে টুইটারে বিমান সংস্থাটি জানিয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী বিমানটি অন্তর্মুখী বিমান চলাচল এবং বিমান পরিবর্তনের জন্য আসল সময়ের থেকে দেরিতে ছেড়েছিল।

রাজ্যে বিদেশি বিনিয়োগ আনার উদ্দেশে জার্মানিতে গিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। গত ১৮ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্ট থেকে বিমান ধরে দিল্লি ফেরার কথা ছিল তাঁর। দুপুর ১.৪০ মিনিটে সেই বিমান ছাড়ার কথা থাকলেও তা আসলে ছাড়ে বিকাল ৫.৩৪ মিনিটে। এরপরেই সেই দেরির কারণ হিসেবে মানকে দায়ী করে টুইট করেন সুখবীর সিং। মদ্যপ থাকার কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে আম আদমি পার্টির সরকারকেও নিশানা করেন তিনি।

তবে সত্যিই মান মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন কিনা সে বিষয়ে কিছু জানায়নি বিমান সংস্থাটি। তাঁরা জানিয়েছে, এই বিষয়ে তারা কিছু বলতে পারবে না, কারণ যাত্রীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার অধিকার নেই তাদের।