পুরুলিয়ায় কুর্মিদের রেল অবরোধ বাতিল হল কোন কোন ট্রেন? জানিয়ে দিল রেল

পুরুলিয়ায় কুর্মিদের রেল অবরোধ বাতিল হল কোন কোন ট্রেন? জানিয়ে দিল রেল

কুর্মি সমাজের মানুষের রেল অবরোধ। যার জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন শাখার ট্রেন চলাচল। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

এ দিন সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত পুরুলিয়া জেলার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু করেন কুর্মি সমাজের প্রতিনিধিরা।

কুর্মি জনজাতিকে তপশিলি জাতির অন্তর্ভুক্তি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে অবরোধ শুরু হয়। ৪৮ ঘণ্টা অবরোধ চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই অবরোধের জেরে সকাল থেকেই বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেস, টাটা- দানাপুর এক্সপ্রেস, টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস, হাতিয়া- খড়্গপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এ ছাড়াও ধানবাদ টাটা ধানবাদ এক্সপ্রেস পাথরডিহি স্টেশনেই যাত্রা শেষ করবে। আসানসোল- টাটা মেমু প্যাসেঞ্জার আদ্রা স্টেশন পর্যন্ত চলবে। সাঁতরাগাছি- পুরুলিয়া- হাওড়া এক্সপ্রেসও আদ্রা স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকেই ফিরতি পথে যাত্রা শুরু করবে। খড়্গপুর- হাতিয়া এক্সপ্রেসও আদ্রা স্টেশন পর্যন্তই যাবে।

পাশাপাশি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ঘুরপথে বোকারো, কোটশিলা, মুড়ি হয়ে গন্তব্যে পৌঁছবে। শুধু এ রাজ্য নয়, একই দাবিতে আজ ওড়িশা এবং ঝাড়খণ্ডেও রেল অবরোধ হওয়ার কথা। ফলে ট্রেনযাত্রীদের ভোগান্তির আশঙ্কা বাড়ছে। রেলপথের পাশাপাশি জাতীয় সড়ক আটকেও বিক্ষোভ দেখানো হয়। অবরোধকারী কুর্মি সমাজের প্রতিনিধিদের দাবি, বার বার প্রতিশ্রুতি দিলেও তাঁদের কোনও দাবিই পূরণ করছে না কেন্দ্রীয় সরকার।