রায়গঞ্জের পুজো কার্নিভালে দুর্ঘটনা, গরুর ধাক্কায় নিহত ১ ও আহত অনেকে

রায়গঞ্জে পুজো কার্নিভাল চলাকালীন বিপত্তি। প্রতিমাবহনকারী একটি গরুর গাড়ি থেকে গাড়ি ফেলে ছিটকে পালায় দু'টি গরু। সেই গরু দু'টির ধাক্কা ও হুড়োহুড়িতে আহত হলেন অন্তত ৩০ জন। আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তিন জন এখনও রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন।