রানিনগরে তিনটি ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য

রানিনগরে তিনটি ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য

তিন ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার রানিনগরে। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা এলাকায় তল্লাশি চালায় রানিনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে নজরানা মাঠে পাটের জমি থেকে পরপর তিনটি ব্যাগে তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ সোমবার সকালে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে পাটের জমি পাহারা দিয়ে রয়েছে পুলিশ।

ইতিমধ্যে বোম স্কোয়ার্ড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা সকেট বোমা গুলোই পাটের জমিতে মজুদ করে রেখেছিল কি কারণে তার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ। তবে কি কারণে কারা এই তাজা বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

সম্প্রতি, মুর্শিদাবাদ জেলার সালারে উদ্ধার হয় তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ উজুনিয়া গ্রামের চামড়াই পুকুর পাড় থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। তবে রানিনগর শুধু নয়। এর আগেও ডোমকলে উদ্ধার হয়েছে তাজা বোমা।

গত ৬ই অগাস্ট ডোমকল থানার অন্তর্গত বাবলাবোন মাঠ এলাকার শিয়ালমারি নদীর ধার থেকে ২২টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। ৬ই অগাস্ট ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই ২২টি সকেট তাজা বোমা উদ্ধার করে। শুধু ডোমকলে না, হরিহরপাড়াতেও উদ্ধার করা হয় তাজা বোমা। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় তাজা বোমা উদ্ধার হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন।