আইপিএলে রায়াডু হতে পারেন রায়নার বিকল্প

আইপিএলে রায়াডু হতে পারেন রায়নার বিকল্প

সময় বাংলা ডেস্ক#  মাস অপেক্ষার পর অবশেষে আইপিএল শুরু হতে চলেছে ১৭ ই সেপ্টেম্বর থেকে। আইপিএল খেলার জন্য ভারতসহ বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা উড়ে গেছেন দুবাইয়ে। কিন্তু দুবাই এ যাওয়ার পরেও সুরেশ রায়না ফিরে আসেন দেশের মাটিতে। কেন ফিরে এলেন তিনি? সে বিষয়ে বলতে গিয়ে তিনি তার পারিবারিক কিছু সমস্যার কথা উল্লেখ করেন। কিন্তু আইপিএলের সুরেশ রায়নার বদলি কে?

উক্ত বিষয়ে নানা মহল থেকে নানা উত্তর পাওয়া যাচ্ছে। শেন ওয়াটসন যেমন বলেছেন, বিকল্প হতে পারে মুরলী বিজয়। আবার নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিসের বিকল্প অম্বাতি রাইডু। যদিও ধোনির টিমের সিইও কাশী বিশ্বনাথন সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে জানিয়েছেন আপাতত রায়না ও হরভজন সিংয়ের কোনো বদলে নেওয়া হচ্ছে না।

কি বলেছিলেন শেন ওয়াটসন? তিনি বলেছেন,’রায়না, ভাজ্জির না থাকাটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। লড়াইও করতে হবে। রায়না টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। প্রচুর রেকর্ড। ওকে মিস করলেও আমার মনে হয় মুরলী বিজয় ওর অভাবটা পূরণ করতে পারে। ক্লাস ব্যাটসম্যান প্রচুর অভিজ্ঞতা।‘

উক্ত বিষয়ে স্টাইরিস আবার বলেছেন,’সিএসকে টিমের গভীরতা আমি জানি। ওদের টিমে প্রচুর বিকল্প। তারপরও বলব একমাত্র রায়াডু বিকল্প হতে পারে রায়নার।‘