পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে? বুথে কমপক্ষে এক সেকশন করে ফোর্স মোতায়েন বিএসএফের

পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে? বুথে কমপক্ষে এক সেকশন করে ফোর্স মোতায়েন বিএসএফের

ঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে (Re-Poll election will conducted by central force)। প্রাণ গেছে একাধিক মানুষের। কোথাও ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, আবার কোথাও পুকুরের জলেই ফেলে দেওয়া হয়েছে ব্যালট বাক্স ধরে কিংবা কোথাও আবার মাটিতে আছাড় মেরে ভাঙা হয়েছে।

সেইসঙ্গে কোনও কোনও বুথে দেদার ছাপ্পা চলেছে।

এসব দেখে বোঝাই গিয়েছিল এবার পঞ্চায়েতের পুনর্নির্বাচনের তালিকা খুব একটা ছোট হবে না। কতগুলো বুথে পুনর্নির্বাচন হতে পারে, সেইনিয়ে রবিবার সকাল থেকেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। সন্ধে গড়াতেই সেটাই সত্যিই হল। রবিবার কমিশন জানিয়ে দিল রাজ্যের ১৯টি জেলায় মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হবে। যার মধ্যে সোমবার অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে সবথেকে বেশি বুথে পুনর্নির্বাচন হবে। তারপরেই রয়েছে মালদহ।

এদিকে, শনিবারের অশান্তির চিত্র যাতে সোমবার পুনর্নির্বাচনেও দেখা না যায়, তাই আগেভাগেই একাধিক পদক্ষেপ নিল কমিশন (Re-Poll election will conducted by central force)। শনিবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন ও বিএসএফের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও সামনে এসেছে। তবে সোমবারের ভোটে সেই দ্বন্দ্ব এড়াতে বিএসএফের তরফ থেকে কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে প্রেমিসেস অনুযায়ী কত ফোর্স মোতায়েন থাকবে।

সেখানে দেখা যাচ্ছে-

একটি বুথ আছে যে প্রেমিসেসে সেখানে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

২ টি বুথ রয়েছে, সেখানেও মোতায়েন থাকবে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী।

৩ থেকে ৪ টি বুথ রয়েছে সেখানে ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।

৫ থেকে ৬ টা বুথ রয়েছে সেখানে ৩ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।

৭ ও তার থেকে বেশি বুথ রয়েছে এমন প্রেমিসেসে থাকবে ৪ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।

এখানে বলে রাখা ভাল, ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী অর্থাত্‍ সেখানে কমপক্ষে ৮ জন করে জওয়ান থাকবে। ভোটের দিন অর্থাত্‍ শনিবার যে হিসাবে বুথ গুলিতে সেন্ট্রাল ফোর্স মোতায়েন ছিল সোমবার পুনর্নির্বাচনের দিন তার দ্বিগুণ ফোর্স মোতায়েন থাকবে প্রেমিসেসে। তবে পুনর্নির্বাচনে সব বুথ অর্থাত্‍ প্রায় ৭০০ বুথের সব বুথে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন থাকবে কিনা তা পরিষ্কার নয়।

এছাড়া প্রতি স্ট্রং রুমের জন্য ১ কোম্পানি করে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এখন দেখার, সোমবার পুনর্নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, নাকি আবার হিংসার ঘটনা ঘটে বুথে বুথে।