রাজ্যে ৫০০-র বেশি পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, দশম পাসেই করা যাবে আবেদন

রাজ্যে ৫০০-র বেশি পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, দশম পাসেই করা যাবে আবেদন

পুজোর আগেই চওড়া হাসি চাকরি প্রার্থীদের মুখে। রাজ্যে একাধিক শূন্যপদে অঙ্গলওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

হগলি সাব ডিভিশনাল অফিস (Sub Divisional Office, Hooghly)

পদের নাম :

অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল :

হুগলির বিভিন্ন এলাকায় নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা :

মোট ৫২৫ টি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে হুগলি সদর সাব-ডিভিশনে রয়েছে ২১৭ টি শূন্যপদ। চন্দননগর সাব-ডিভিশনে ১২০ টি, আরামবাগ সাব-ডিভিশনে ৯৮ টি ও শ্রীরামপুর সাব-ডিভিশনে ৯০ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি পাস করতে হবে।

বয়সসীমা :

উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য :

এই পদে আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না।

নির্বাচনের পদ্ধতি :

লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

বেতন :
মাস গেলে পাবেন ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ :

১৫ তারিখ অবধি করা যাবে আবেদন।

কীভাবে আবেদন করবেন?

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট :

https://hooghly.nic.in/