নিয়মিত হোয়াটস্যাপ ব্যবহার করেন অথচ এই ৫ ট্রিক জানেন না? সময় বাঁচাতে জেনে রাখুন

নিয়মিত হোয়াটস্যাপ ব্যবহার করেন অথচ এই ৫ ট্রিক জানেন না? সময় বাঁচাতে জেনে রাখুন

দিনের শুরু এবং শেষ উভয়ই কাটে হোয়াটসঅ্যাপে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ নিয়মিত ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। বলা চলে, বর্তমান নেটিজেনদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এই হোয়াটসঅ্যাপ। ইউজারদের অভিজ্ঞতা বাড়াতে মাঝে মধ্যেই নিত্যনতুন ফিচার লঞ্চ হয় প্ল্যাটফর্মে।

কিন্তু এই হোয়াটসঅ্যাপে রয়েছে এমন ৫ ট্রিক যা শুনলে আপনি আপনিও অবাক হতে পারেন। এই ৫ ট্রিকের মাধ্যমে আপনার শুধু সময় বাঁচবে না, ফোনের অনেকখানি স্টোরেজ ও ডাটাও সঞ্চয় করতে পারবেন।

১. মেসেজ সিন না করেই হোয়াটসঅ্যাপ গ্রূপের চ্যাট পড়ুন

ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে রিড রিসিপ্ট (এটি অন করলে ব্যক্তিগত চ্যাট সিন না করেই পড়তে পারবেন) অপশন থাকলেও গ্রূপ চ্যাটের ক্ষেত্রে এমন কোনও সুবিধা নেই। গ্রূপে কি কি মেসেজ রয়েছে তা একবার ক্লিক করলেই আপনার নামের পাশে সিন এবং ব্লু টিক পড়ে যায়, অর্থাত্‍ আপনি মেসেজগুলি পড়েছেন। কিন্তু এমন একটি ট্রিক রয়েছে যার মাধ্যমে আপনি মেসেজ সিন না করেও গ্রূপের চ্যাট পড়তে পারবেন।

এর জন্য প্রথমে স্মার্টফোনের হোম স্ক্রিনে আসুন। এবার হোম স্ক্রিনের ফাঁকা জায়গায় ট্যাপ করে হোল্ড করুন, যতক্ষণ না উইজেট (Widget) অপশন আসছে। এবার ওই অপশনে ক্লিক করে স্ক্রল করুন, নিচে একটি হোয়াটসঅ্যাপ লোগো আসবে তার অধীনে যে দ্বিতীয় অপশনটি থাকবে সেটিতে ট্যাপ ও হোল্ড করুন তারপর হোম স্ক্রিনে নিয়ে আসুন। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রূপের সমস্ত চ্যাট সিন না করেও পড়তে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ চ্যাট এক্সপোর্ট

আপনার এবং অন্য জনের কথোপকথন ফাইল আকারে এক্সপোর্ট করতে চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এই অপশনের মাধ্যমে সেই চ্যাট ই-মেইল, গুগল ড্রাইভ এমনকি টেলিগ্রামেও শেয়ার করা যায়। এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। তারপর সেটিংস অপশনে ক্লিক করে চ্যাটস > চ্যাট হিস্ট্রি > এক্সপোর্ট চ্যাট অপশনে ট্যাপ করতে হবে। এবার আপনি যেই হোয়াটসঅ্যাপ চ্যাট এক্সপোর্ট করতে চান সেটি সিলেক্ট করে নিন। এখানে একটি অপশন আসবে মিডিয়া ফাইল সহ নাকি মিডিয়া ফাইল ছাড়া সেটি সিলেক্ট করে, যেই প্ল্যাটফর্মে চ্যাট এক্সপোর্ট করতে চান সেটিতে ক্লিক করে দিন।

৩. হোয়াটসঅ্যাপ চ্যাট, কল, স্ট্যাটাসসের জন্য কত ডাটা খরচ হচ্ছে জানতে চান?

বর্তমানে ইন্টারনেট ডাটা নিয়ে সকলেই সিরিয়াস। তাই সর্বাধিক ব্যবহৃত হোয়াটসঅ্যাপে - মেসেজ, কলিং, স্ট্যাটাস এবং ছবি আদান-প্রদানে কত পরিমাণ ডাটা খরচ হচ্ছে তা জানা দরকার। এই জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস অপশনে ক্লিক করুন তারপর স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করুন। এবার নেটওয়ার্ক ইউসেজ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন কোথায় কত ডাটা খরচ হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপের ডাটা ইউসেজ নিয়ে আপনার কাছে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে।

৪. ডাটার পরিমাণ তো চেক করে নিলেন, এবার হোয়াটসঅ্যাপ থেকে অপ্রয়োজনীয় বড় ফাইল ডিলিট করবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপে সংরক্ষিত থাকে অজস্র গুরুত্বপূর্ণ ফাইল। কিন্তু এর মাঝে উঁকি মারে এমন একাধিক ফাইল যা আপনার দরকার নেই। এই ফাইলগুলি ফোনের অনেকটা স্টোরেজ জুড়ে থাকে। তাই চ্যাট ওয়াইজ নির্দিষ্ট কিছু বড় ফাইল ডিলিট করতে চাইলে প্রথমে সেটিংস অপশনে ক্লিক করুন। এবার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করুন। এবার একদম উপরে ম্যানেজ স্টোরেজ অপশনে ক্লিক করুন। সমস্ত চ্যাটের একটি তালিকা ভেসে উঠবে। এবার চ্যাটগুলি সিলেক্ট করলে তার সাথে আপনার আদান-প্রদান হওয়া ফাইলগুলি প্রদর্শিত হবে, যেই ফাইলটি ডিলিট করতে চান সেটিতে ট্যাপ করে কিছুক্ষন হোল্ড করুন। এবার মার্ক অপশন এলে ফাইলগুলি পর পর সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিন।

৫. হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি বাড়াতে চান?

চ্যাটের পাশাপাশি ছবি আদান-প্রদানের জন্য পরিচিত হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপে যখনই কোনও ছবি শেয়ার করেন তার কোয়ালিটি মনের মত হয় না। এর অন্যতম কারণ হল আপনার হোয়াটসঅ্যাপের ডিফল্ট সেটিং। এর জন্য প্রথমে হোয়াটস্যাপ ওপেন করে সেটিংস অপশনে ক্লিক করুন, তারপর স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করুন। এখানে একদম নিচে ফটো আপলোড কোয়ালিটি অপশন থাকবে সেটিতে ক্লিক করে 'বেস্ট কোয়ালিটি' অপশনটি সিলেক্ট করুন। তাহলে হোয়াটসঅ্যাপে আপলোড হওয়া যে কোনও ছবি সর্বোচ্চ কোয়ালিটি-তে পাঠাবে হোয়াটসঅ্যাপ।