সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম কোন পদে কতদিনে প্রোমোশন জানুন

শুধু বেতন বৃদ্ধিই নয়, যে কোনও চাকরিজীবীর জন্য পদোন্নতিও একটা বড় প্রাপ্তি। এবার সপ্তম বেতন কমিশনের আওতায় পদোন্নতির ক্ষেত্রেও এল বড় পরিবর্তন। একদিকে যেমন মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আশায় রয়েছেন কর্মীরা। অন্যদিকে, পদোন্নতির ক্ষেত্রেও নতুন নিয়মের কথা জানানো হয়েছে।
কতদিন কোন পদে থাকলে পদোন্নতি হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এর তরফ থেকে জানানো হয়েছে, ইউপিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম কার্যকর করার জন্য যা করা দরকার, তা করা নির্দেশ দেওয়া হয়েছে। কোন পদ থেকে কোন পদে উন্নীত হতে কত বছর সময় লাগবে, দেখে নিন:
লেভেল ১ থেকে লেভেল ৩- সময় লাগবে ৩ বছর
লেভেল ২ থেকে লেভেল ৩- সময় লাগবে ৩ বছর
লেভেল ২ থেকে লেভেল ৪- সময় লাগবে ৮ বছর
লেভেল ৩ থেকে লেভেল ৪- সময় লাগবে ৫ বছর
লেভেল ৪ থেকে লেভেল ৫- সময় লাগবে ৫ বছর
লেভেল ৪ থেকে লেভেল ৬- সময় লাগবে ১০ বছর
লেভেল ৪ থেকে লেভেল ৬- সময় লাগবে ১০ বছর
লেভেল ৫ থেকে লেভেল ৬- সময় লাগবে ৬ বছর
লেভেল ৬ থেকে লেভেল ৭- সময় লাগবে ৫ বছর
লেভেল ৬ থেকে লেভেল ৮- সময় লাগবে ৬ বছর
লেভেল ৬ থেকে লেভেল ৯- সময় লাগবে ৮ বছর
লেভেল ৬ থেকে লেভেল ১০- সময় লাগবে ১০ বছর
লেভেল ৬ থেকে লেভেল ১১- সময় লাগবে ১২ বছর
লেভেল ৭ থেকে লেভেল ৮- সময় লাগবে ২ বছর
লেভেল ৭ থেকে লেভেল ৯- সময় লাগবে ৩ বছর
লেভেল ৭ থেকে লেভেল ১০- সময় লাগবে ৫ বছর
লেভেল ৭ থেকে লেভেল ১১- সময় লাগবে ৯ বছর
লেভেল ৮ থেকে লেভেল ৯- সময় লাগবে ২ বছর
লেভেল ৮ থেকে লেভেল ১০- সময় লাগবে ৪ বছর
লেভেল ৮ থেকে লেভেল ১১- সময় লাগবে ৮ বছর
লেভেল ৯ থেকে লেভেল ১০- সময় লাগবে ২ বছর
লেভেল ৯ থেকে লেভেল ১১- সময় লাগবে ৭ বছর
লেভেল ১০ থেকে লেভেল ১১- সময় লাগবে ৫ বছর
লেভেল ১১ থেকে লেভেল ১৩- সময় লাগবে ১০ বছর
লেভেল ১২ থেকে লেভেল ১৩- সময় লাগবে ৫ বছর
লেভেল ১২ থেকে লেভেল ১৩- সময় লাগবে ৬ বছর
লেভেল ১৩ থেকে লেভেল ১৩এ- সময় লাগবে ২ বছর
লেভেল ১৩ থেকে লেভেল ১৪- সময় লাগবে ৩ বছর
লেভেল ১৩এ থেকে লেভেল ১৪- সময় লাগবে ২ বছর
লেভেল ১৪ থেকে লেভেল ১৫- সময় লাগবে ৩ বছর
লেভেল ১৫ থেকে লেভেল ১৬- সময় লাগবে ১ বছর
লেভেল ১৫ থেকে লেভেল ১৭- সময় লাগবে ২ বছর
লেভেল ১৬ থেকে লেভেল ১৭- সময় লাগবে ১ বছর