Samsung এর নতুন ফোল্ডেবেল ফোন নিয়ে হইচই! প্রি-বুকিংয়ে 7 হাজার টাকা ছাড়

Samsung এর নতুন ফোল্ডেবেল ফোন নিয়ে হইচই! প্রি-বুকিংয়ে 7 হাজার টাকা ছাড়

চলতি মাসের মাঝামাঝি সময়ে নতুন IPX8 ওয়াটার রেসিসট্যান্ট ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করে Samsung। আর লঞ্চ হওয়া মাত্রই ব্যাপক চাহিদা দেখা যায় গ্রাহকদের মধ্যে। Samsung এর Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 এর ইতিমধ্যে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, এই ফোন বুক করতে এক প্রকার ঢল নেমেছে গ্রাহকদের।

টেক মহলের একাংশের দাবি, গত বছর Note20 সিরিজ লঞ্চ হওয়াতেও এতো সাড়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, বেশিরভাগ বুকিং এসছে অল্প বয়সীদের মধ্যে থেকে।

Samsung Galaxy Z Folde 3 হ্যান্ডসেটের মূল কয়েকটি ফিচার হল, এটি কর্নিং গোরিলা গ্লাস যুক্ত। এই ফোনের মূল স্ক্রিন 7.6 ইঞ্চি এবং কভার স্ক্রিন 6.2 ইঞ্চি। HD+ 832×2268 পিক্সেল, সাথে ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এটির অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ওয়ান-ইউআই। রিয়ার ক্যামেরা রয়েছে 3 টি 12 মেগাপিক্সেলের। যার মাধ্যমে HDR10+ রেকর্ডিং করা যাবে।

সেলফি ক্যামেরা 10 মেগা পিক্সেল, সেন্সর যুক্ত। এই ফোনের Ram রয়েছে 12 GB। যেখানে স্টোরেজ রয়েছে 256 GB এবং 512 GB। 4400 mAh ব্যাটারি ক্যাপাসিটি, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন প্রি-বুক করলে ১ বছরের Samsung কেয়ার প্লাস অ্যাক্সিডেন্টাল এবং লিকুইড ড্যামেজ প্রটেকশন সুবিধা বিনামূল্যে দেওয়া হবে যার মূল্য 7,999 টাকা।

দুটো ফোনই 5G কানেক্টিভিটি যুক্ত। Samsung Galaxy Z Fold 3 এর দাম রাখা হয়েছে 1,42,999 টাকা। আর Samsung Galaxy Z Flip 3 এর দাম রাখা হয়েছে 77,999 টাকা। তবে যেসব গ্রাহক প্রি-বুক করবে তাদের 7000 টাকার ভাউচার অথবা 7000 টাকার ক্যাশব্যাক দেওয়া হবে HDFC ব্যাংকের কার্ড দিয়ে শপিং করলে।