বাগুইআটির দুই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সত্যেন্দ্রর স্ত্রীর! পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটির দুই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সত্যেন্দ্রর স্ত্রীর! পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটির (Baguiati) দুই কিশোর খুনের (double murder) ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশের প্রাথমিক তদন্তে যে খবর উঠে এসেছে তা হল, পুরনো আক্রোশের জেরেই খুন হতে হয়েছে অতনু ও অভিষেককে। সূত্রের খবর, অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর স্ত্রী পূজার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অতনুর।

পরে অতনুর ভাই অভিষেকের সঙ্গেও সেই মহিলার ঘনিষ্ঠতা তৈরি হয়! এই নিয়েই সত্যেন্দ্রর সঙ্গে বাগুইআটির দুই কিশোরের শত্রুতা তৈরি হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

পুলিশ প্রাথমিক তদন্তে উঠে আসা সমস্ত তথ্যে জানা গেছে, অতনু আর অভিষেক অনলাইনে সাট্টা খেলত। সেগুলি খেলেই কিছুদিন আগে ৫০ হাজার টাকা জেতে দুই কিশোর। ওই টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কেনার পরিকল্পনা করে। ওদিকে অভিযুক্ত সত্যেন্দ্রর বাইকের পার্টসের দোকান ছিল। সেই দুই ভাইকে ৫০ হাজার টাকায় ভাল সেকেন্ড হ্যান্ড বাইক পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, সেই টাকা পাওয়ার পর নাকি বাইক কিনে দেওয়ার পরিবর্তে আরও বেশি টাকা চাইতে শুরু করে সত্যেন্দ্র।

পুলিশ সূত্রে খবর, অনলাইনে সাট্টা খেলার সময়েই সত্যেন্দ্রর কাছে কয়েক হাজার টাকা ঋণ নিয়ে ফেলে ওই দুই কিশোর। একদিকে নিজের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আর অন্যদিকে সেই টাকা ফেরত না পাওয়া, সবমিলিয়েই ২ কিশোরের সঙ্গে তিক্ততা বাড়ে সত্যেন্দ্রর। এরপরই দুজনকে খুন করার পরিকল্পনা করে সে। খুনের জন্য ৫ জন সুপারি কিলারকে ভাড়াও করে। ধৃতদের জেরা করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।