রাজ্যের সাত জেলায় একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের সাত জেলায় একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

সময়বাংলা# কলকাতা, হাওড়া,হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর শহ সাত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

উত্তরবঙ্গ ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসলেও দক্ষিণবঙ্গে ভাদ্রের পচা গরম। হাওয়া অফিস আগেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সর্তকতা জারি করেছিল। সেই অনুযায়ী উত্তরের জেলাগুলিতে বৃষ্টিও হয় প্রবল। পাহাড়ে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। হাওয়া অফিসের  পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হয়েছে সোমবার পর্যন্ত।এমনকি মঙ্গলবার এ বৃষ্টি হয়েছে।এর প্রভাবে রাজ্যে আরো সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

রবিবার সকালে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ কিন্তু নিম্নচাপ সৃষ্টি হলেও তা অন্ধপ্রদেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। তারফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলে আগে থেকেই জানানো হয়েছিল। কিন্তু উত্তরে ক্রমশ বৃষ্টির আকার ভয়াবহ হয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার প্রভাব হিসেবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

হাওয়ার অফিসের মত অনুসারে সারাদেশে নিরিখে বর্ষায় এ বছর স্বাভাবিক। দেশে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি।উত্তরবঙ্গে ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে ৭ শতাংশ মাত্র  ঘাটতি রয়েছে। এর মূল কারণ ভাদ্রেরের শুরু থেকে বৃষ্টি ব্যাপকভাবে কমে যাওয়া।