জোড়া নিম্নচাপে রাজ্যে ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহের শেষে জলমগ্ন হতে পারে বেশ কয়েকটি জেলা

জোড়া নিম্নচাপে রাজ্যে ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহের শেষে জলমগ্ন হতে পারে বেশ কয়েকটি জেলা

সময় বাংলা ডেস্ক# বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে রাজ্যে।জোড়া নিম্নচাপ এর ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে যখন বৃষ্টি হবে তখন তাপমাত্রা খানিকটা কমবে। আজ শহরের আকাশ মেঘলা থাকবে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশে পাশে থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকবে 95 শতাংশ এবং সর্বনিম্ন থাকবে ৬৪ শতাংশ।

আজ উত্তর বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেইশে জুলাই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। ২৬ শে জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে।

এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে। সেই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে ২৮ তারিখ পর্যন্ত। বর্ষার দ্বিতীয় ইনিংসে রাজ্যের একাধিক জেলা বানভাসি হতে পারে বলে মনে করা হচ্ছে।