'শিবা, শিবা, শিবা.', ছবিজুড়ে আলিয়ার একঘেয়ে সংলাপ কেন? মুখ খুললেন পরিচালক অয়ন

'শিবা, শিবা, শিবা.', ছবিজুড়ে আলিয়ার একঘেয়ে সংলাপ কেন? মুখ খুললেন পরিচালক অয়ন

সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। 'ব্রহ্মাস্ত্র' ছবি জুড়ে নাকি আলিয়ার মুখে যে কয়েকটি সংলাপ রয়েছে তার সব কয়টিতেই 'শিবা' ওরফে রণবীর কাপুরের নাম নিয়েছেন তিনি। যেমন, 'ক্যায়া হুয়া শিবা'? 'শিবা শিবা', 'শিবা হুয়া ক্যায়া…'। অনেকেরই মতে প্রতিটি সংলাপই ভীষণ একঘেয়ে। কারও মতে গোটা ছবি জুড়ে শিবার কী হয়েছে, জিজ্ঞাসা করতে করতেই সময় কাটিয়ে দিয়েছেন আলিয়া।

হচ্ছে ট্রোলিং, মিমিক শিল্পীরাও নকল করছেন আলিয়ার সংলাপকে। কেন প্রতিটি বাক্যে নেওয়া হয়েছে প্রেমিকের নাম? মুখ খুললেন পরিচালক অয়ন।

তিনি জানিয়েছেন, মানুষ যে এটি নিয়ে মজা করছে সে সম্পর্কে অবগত তিনি। তাঁর কথায়, “যখন আমি কথা বলি আমি বারংবার মানুষের মান নিয়ে কথা বলতে থাকি। এটি আমার অভ্যেস। সেই কারণে চিত্রনাট্যতেও তা রয়ে গিয়েছে। আর ছবিতেও এমনটা দেখান হয়েছে।” রণবীর কাপুর জানিয়েছেন, মানুষ যে ঈশা ওরফে আলিয়ার সংলাপ নিয়ে মজা করছে সে খবর পৌঁছে গিয়েছে তাঁদের কানেও। জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তাঁদের একটি গ্রুপ রয়েছে। আর সেই গ্রুপেই এই সব ফিডব্যাক নিয়ে কথা হয় তাঁদের। আলিয়া এই প্রসঙ্গে তুলে এনেছেন চাঁদনী নামক মিমিক আর্টিস্টের কথা। যেভাবে তিনি আলিয়াকে নকল করেছেন তা যে দর্শক হিসেবে তাঁর কাছে বেশ মজাদার মনে হয়েছে তা জানিয়েছেন অভিনেত্রী।

কিন্তু এই যে প্রতিটি বাক্যে প্রেমিকের নাম নেওয়া ঈশার এই অভ্যেস অবাক করেনি স্বামী-স্ত্রীকে? রণবীরের কথায়, “আমরা দর্শককে বলতে চাই, অয়নকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে আমাদের নাম ঈশা ও শিবা সেটা কি প্রতিটি বাক্যে বলতে হবে? অয়ন আমাদের সাফ জানিয়ে দেয় মানুষ যখন ভালবাসায় থাকে, তখন ভালবাসার মানুষটির নাম বারেবারেই নিতে চায়। আর সেই কারণেই ছবিতে ওরকম দেখানো হয়েছে।” তবে ব্যক্তিগত জীবনে আলিয়া ও রণবীর এমনটা করেন না বলেই জানিয়েছেন। ১০ দিন আগে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবি নিয়ে দর্শকের তরফে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে নিন্দা-প্রশংসার মধ্যেই এই ছবি ভারতে ২০০ কোটি ব্যবসা করে ফেলেছে। সারা বিশ্বে আয় ৩৫০ কোটির কাছাকাছি।