“সৌরভ কে সরিয়ে দিয়ে খুব ভুল করেছিলেন শাহরুখ খান”মন্তব্য গায়ক অভিজিৎ-এর

“সৌরভ কে সরিয়ে দিয়ে খুব ভুল করেছিলেন শাহরুখ খান”মন্তব্য গায়ক অভিজিৎ-এর

সময় বাংলা# শুধু গান বা নিজের জগতে নয় রাজনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই যে তাঁর একটা মত থাকে তা তিনি আগেও বারবার প্রমাণ করেছেন।ভাবছেন কার কথা বলছি ভারতীয় প্লেব্যাক মিউজিকের বর্ণময় চরিত্র অর্থাৎ গায়ক অভিজিৎ ভট্টাচার্য।এবার তিনি কলকাতা নাইট রাইডার্স-এর সৌরভ গঙ্গুলি এবং শাহরুখ খানের পুরনো কাসুন্দি ঘেঁটে বিতর্কে জড়ালেন।

২০০৮ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে আইপিএলের প্রথম সিজেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষে ভাল ছিলনা তা সেটা সবাই জানেন।তার জন্যই পরের বছরই সৌরভ গাঙ্গুলী কে সরিয়ে দেয়া হয় কেকেআরে নেতৃত্ব থেকে।যদিও ২০০৯ সালে সৌরভই আবার নাইটের হয়ে কামব্যাক করেছিলেন।এই প্রসঙ্গে মুখ খোলেন অভিজিৎ।তিনি বলেন, 'সৌরভকে সরিয়ে দিয়ে সে বার খুব ভুল কাজ করেছিলেন শাহরুখ খান।'নয়ের দশকের অনেক ছবিতেই অভিজিতের কণ্ঠ লিপ মিলিয়েছেন বলিউডের বাদশা।সেই সমস্ত গান দুর্দান্ত হিটও হয়েছিল।

২০০০ সালের পরও অনেক গানই মন ছুঁয়েছিল শ্রোতাদের।সেই সময়ে শাহরুখের সঙ্গে সম্পর্কে কোন তিক্ততা না থাকলেও তিনি যে কোনো দিনই শাহরুখের বিরুদ্ধে মুখ খুলবেন না এমনটা বলা যায় না।এর আগেও শাহরুখ-সালমানের অনেক ভুল কাজ কর্মে বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে তাঁকে।সম্প্রতি স্পোর্টসকীডা-র একটি অনলাইন সাক্ষাৎকারে হাজির ছিলেন অভিজিৎ।সেখানেই তার কাছে প্রশ্ন করা হয় আইপিএল নিয়ে।তার কাছে জানতে চাওয়া হয় আইপিএলে ফ্র্যাঞ্চাইজি পছন্দ কোনটা? তার উত্তরে তিনি জানান, 'আইপিএল দেখে এক্কেবারেই সময় নষ্ট করি না আমি। তার চেয়ে বরং গলি-তে ক্রিকেট খেলা অনেক ভালো।

আমার কাছে সেটা অনেক বেশি এন্টারটেনিং।'এরপর কেকেআর এবং সৌরভ গাঙ্গুলীর সেই তিতকুটে অধ্যায়ে নিয়েও তিনি মন্তব্য করেন পরিস্কার জবাব দেন তিনি সঞ্চালকের মুখের ওপর।বলেন সৌরভ গাঙ্গুলী সঙ্গে যা হয়েছে তা খুবই অসম্মানজনক ছিল।তিনি আরও বলেন, 'শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স তৈরি করলেন আর তারপরে সেখান থেকে সৌরভকে সরিয়েও দিলেন। মনে হয়েছিল যেন, ওটা করতেই এসেছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের দেখিয়ে দিয়েছেন, কী ভাবে অধিনায়কত্ব করতে হয়। পরবর্তীতে সেই সৌরভেরই পিছনে লেগেছিলেন গ্রেগ চ্যাপেল এবং কিরণ মোরে। আর এর পরে শাহরুখ এসে বললেন, সৌরভকে সরিয়ে দাও। তার জায়গায় অন্য কাউকে অধিনায়ক পদে বসাও। তাই সৌরভকে সরিয়ে দিয়ে খুবই ভুল করেছিলেন শাহরুখ খান।'

শুধু কেকেআরের প্রসঙ্গই নয় তিনি আরও মন্তব্য করেন আইপিএল জমজমাট হত যদি বাইরের কাউকে না নিয়ে এসে ভারতের খেলোয়াড়দের দিয়ে খেলানো হত।