নিজেও থাকুন সুরক্ষিত, কাছের মানুষদেরও রাখুন দুশ্চিন্তামুক্ত! স্মার্টফোন থেকে নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন কীভাবে? জানুন

নিজেও থাকুন সুরক্ষিত, কাছের মানুষদেরও রাখুন দুশ্চিন্তামুক্ত! স্মার্টফোন থেকে নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন কীভাবে? জানুন

র্তমানে যে হারে দুর্ঘটনা এবং অপরাধ বেড়ে চলেছে যে সকলেই সবসময় চিন্তিত থাকেন নিজের পরিবারের লোকেদের জন্য। কিন্তু নিজের পরিবারের লোকেরা যখন বাইরে বের হন, তখন তাঁদের লোকেশন ট্র্যাক করা সম্ভব স্মার্টফোনের মাধ্যমে। স্মার্টফোনের মাধ্যমে নিজেদের কাছের মানুষদের ট্র্যাক করা খুবই সহজ।

এর জন্য Apple ফোনের 'ফাইন্ড মাই অ্যাপ' রয়েছে এবং Android ফোনের Google Maps-এর মতো সার্ভিস রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের দ্বারা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করা যায় নিজেদের লোকেশন। এর মাধ্যমে কাছের মানুষ অনেক দূরে থাকলেও জানিয়ে দেওয়া যায় নিজেদের লোকেশন। নিজেদের সুরক্ষিত রাখা ছাড়াও ফোন হারিয়ে গেলেও এই ফিচার কাজে লাগে।

এই ফিচারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকরা এই ফিচারের ব্যবহার নিজেদের প্রয়োজন মতো করতে পারেন। অর্থাত্‍ কোনও গ্রাহক যদি চান তাঁর পরিবার এবং নির্দিষ্ট কেউ তাঁর লোকেশন ট্র্যাক করুন, তাহলে তিনি অন্যদের সেই অনুমতি দিতে পারেন। আবার কোনও গ্রাহক নিজেদের ইচ্ছামতো সেটি বন্ধও করে দিতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক এবার নিজেদের কাছের মানুষের সঙ্গে লোকেশন শেয়ার করার উপায়।

লোকেশন শেয়ার করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অপশন -

গ্রাহকরা যদি নিজেদের কাছের মানুষ অর্থাত্‍ পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিজেদের লোকেশন শেয়ার করতে চান, তাহলে বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে। গ্রাহকরা টেম্পোরারি লোকেশন শেয়ার করতে পারেন। এর ব্যবহার করা যেতে পারে ক্যাব বুকিং করার সময়ে। উবেরের (Uber) মতো ক্যাব সার্ভিস গ্রাহকদের কন্টাক্টের সঙ্গে লোকেশন শেয়ার করার লিঙ্ক প্রদান করে। সেই লিঙ্কের মাধ্যমে যাত্রী কোথায় রয়েছেন, ড্রাইভারের তথ্য এবং কতক্ষণ সময় লাগবে ইত্যাদি দেওয়া থাকে।

WhatsApp-এ লোকেশন শেয়ারিং -

গ্রাহকরা WhatsApp-এর মাধ্যমে লোকেশন শেয়ার করতে পারেন। WhatsApp তার ইউজারদের ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে নিজেদের লাইভ লোকেশন এন্ড টু এন্ড এনক্রিপটেড শেয়ার করার অনুমতি দেয়। এর জন্য WhatsApp এর ইউজারদের '+' বাটনে ক্লিক করে নিজেদের লোকেশন বেছে নিতে হবে।

অ্যাপলের 'ফাইন্ড মাই' দ্বারা লোকেশন শেয়ার -

অ্যাপলের এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের লোকেশন শেয়ার করতে পারেন। এই ফিচারের দ্বারা অ্যাপল তাদের ইউজারদের এক ঘন্টা, পুরো দিন এবং নির্দিষ্ট সময়ের জন্য লোকেশন শেয়ার করার অনুমতি দেয়। অন্য দিকে, গুগল ম্যাপের মাধ্যমে ইউজাররা নিজেদের লোকেশন শেয়ার করার অনুমতি পান ১৫ মিনিটের জন্য।