অভাবের সঙ্গে লড়াই গরির গ্রামের ছেলে স্নিগ্ধজিত্‍ আজ হৃতিক রোশনের সিনেমার গায়ক

অভাবের সঙ্গে লড়াই গরির গ্রামের ছেলে স্নিগ্ধজিত্‍ আজ হৃতিক রোশনের সিনেমার গায়ক
বাংলার ঘরে ঘরে আগে থেকে পরিচিত মুখ স্নিগ্ধজিত্‍ ভৌমিক। গানের শো সা রে গা মা পা-র দৌলতে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। তাঁর গায়কী-তে মজেছিল গোটা বাংলা। এবার সেই স্নিগ্ধজিত মন জয় করছে আসমুদ্র হিমাচলের।  হৃত্বিক রোশনের ছবি বিক্রম বেদার নতুন গান অ্যালকোহলিয়া বেশ সাড়া ফেলেছে।
প্রায় ২ মিনিটের বেশি এই গানের ভিডিওতে হৃতিককে দেখা গিয়েছে মাতাল অবস্থায় নাচতে! উদযাপনের গান এটি, যেখানে নিজের দলের সঙ্গে নাচছেন হৃতিক।  হৃতিকের এই গানটি সাড়া ফেলেছে ঠিক বিক্রম বেদার ট্রেলারের মতোই। তবে যে বিষয়টি আরও বেশি চমকপ্রদ তা হল এই গানের দুই বাংলি গায়ক-গায়িকা।

গানটি গেয়েছেন উঠতি প্রতিভা স্নিগ্ধাজিত্‍ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী। গানটি মুক্তির পরই নতুন দুই প্লেব্যাক সিঙ্গারের প্রশংসায় নেটিজেনরা।
 বাংলার ছেলে স্নিগ্ধজিত্‍। খুবই অভাবী ঘরের ছেলে তিনি।

মাটির ঘরে বড় হয়েছেন। এমনকী জীবনের শুরু থেকেই চলেছে সংঘর্ষ। গানকে নিজের পেশা হিসেবে বেছে নিতে, তাঁর জীবনে এসেছে অনেক বাধা। স্নিগ্ধজিতের জীবনের গল্প যে কোনও সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে।

 ছোট থেকেই খুব কষ্ট করে বড় হয়েছেন। নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে অদম্য লড়াই। গরিব ঘরের ছেলের আয় শুরু করতে হয়েছিল অল্প বয়সেই। ফলে গান নিয়ে এগিয়ে যেতে খুবই মনের জোর প্রয়োজন ছিল তাঁর।

 পরিবারের সকলে ছিলেন তাঁর পাশে। বিশেষ করে তাঁর স্ত্রী অদিতি।  স্বামীকে এগিয়ে যেতে খুবই সাহায্য করেন তিনি। নিজে চাকরি করে ঘর চালিয়েছেন।  একের পর এক গানের রিয়ালিটি শোয়ে সাফল্যের পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং এখন হৃতিকের ছবিতে তাঁর গান নিয়ে শুরু হয়েছে মাতামাতি। আরও এক বাঙালি গায়ক জায়গা করে নিলেন বলিউডে।