কেন্দ্রের স্কলারশিপ পাওয়ার সুযোগ বাংলার পড়ুয়াদের

কেন্দ্রের স্কলারশিপ পাওয়ার সুযোগ বাংলার পড়ুয়াদের

 বাংলার(Bengal) পড়ুয়াদের সামনে কেন্দ্রের স্কলারশিপ পাওয়ার সুযোগ এসে হাজির হয়েছে। যে পড়ুয়া এই সুযোগ পাবে সে কেন্দ্রের কাছ থেকে বার্ষিক ১২ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবে। কেন্দ্রের এই স্কলারশিপের নাম National Means cum Merit Scholarship Scheme বা NMMSS। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল দেশের সমস্ত দরিদ্র পড়ুয়াদের(Students) আর্থিক সহায়তা প্রদান করা।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত এটি একটি মেধাবৃত্তি(Scholarship)। মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই এর উদ্দেশ্য। এই বৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে হবে ২৫ জুলাইয়ের মধ্যে। তবে এই স্কলারশিপ পাওয়ার জন্য মানতে হবে কিছু শর্তও। স্কলারশিপের টাকা পড়ুয়ারা পাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এই টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

এই স্কলারশিপের জন্য সেই সব পড়ুয়ারাই আবেদন করতে পারবে যে পড়ুয়া এই দেশের বাসিন্দা। তার পরিবারকেও এই দেশেরই নাগরিক হতে হবে। তাঁকে অবশ্যই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাত্‍ কোনও বেসরকারি স্কুলের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য কোনও আবেদন করতে পারবে না। একই সঙ্গে ওই পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার নীচে থাকতে হবে। সেই সঙ্গে আবেদনকারী পড়ুয়াকে মেধাবৃত্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে। মেধাবৃত্তি পরীক্ষায় বসার জন্য ছাত্র-ছাত্রীদের সপ্তম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। একাদশ শ্রেণীতে এই বৃত্তির সুবিধা লাভের জন্য পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর এবং দ্বাদশ শ্রেণিতে এই স্কলারশিপ পাওয়ার জন্য একাদশ শ্রেণির পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এই পরীক্ষার জন্য আবেদনপত্র পাওয়া যাবে www.scholarships.wbsed.gov.in সাইটেও। আবেদনকারীকে প্রথমে NMMS স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করা পরে একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি করা হয়। এই অ্যাপ্লিকেশন আইডি NSP-এ 'লগইন আইডি' হিসেবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য ব্যবহার করা হয়। আবেদন করার সময়ে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৯০ মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। প্রথমটি হল মানসিক ক্ষমতা পরীক্ষা (MAT), এবং দ্বিতীয়টি হলো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (SAT)। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.banglarshiksha.gov.in -এ পাওয়া যাবে।