টিকে থাকলেন নিজের জেদে, রাহুলকে সভাপতি বানাতে নয়া চাল গেহলটের!

টিকে থাকলেন নিজের জেদে, রাহুলকে সভাপতি বানাতে নয়া চাল গেহলটের!

সভাপতি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কংগ্রেসের অন্দরে জটিলতাও বাড়ছে। আগামী ১৭ অক্টোবরই কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচন হওয়ার কথা। আগামী ১৯ অক্টোবর সেই নির্বাচনের ফল প্রকাশ হবে, কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি, তার নাম ঘোষণা করা হবে।নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, এবারের সভাপতি নির্বাচনে গান্ধী পরিবার অংশ নেবে না।

কিন্তু একাধিক কংগ্রেস নেতাই এখনও রাহুল গান্ধীকেই দলের সভাপতি হিসাবে দেখতে চান। এদের মধ্যে অন্যতম হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দীর্ঘদিন ধরেই তিনি দাবি করে আসছেন যে, রাহুল গান্ধীকেই যেন সভাপতি করা হয়। এবার রাজস্থান কংগ্রেসের তরফেও একটি প্রস্তাবনা পাশ করা হল, যেখানে দাবি করা হয়েছে যে রাহুল গান্ধীকেই যেন সভাপতি করা হয়।

মূল সভাপতি নির্বাচনের আগেই প্রত্যেকটি রাজ্যেই প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক হচ্ছে। সেখানে তারা একটি করে প্রস্তাবনা পাশ করছেন যেখানে নতুন সভাপতিকেই প্রদেশ কংগ্রেস কমিটি ও জাতীয় কংগ্রেসের সদস্যদের নির্বাচিত করার ক্ষমতায় সম্মতি জানানো হয়েছে। তবে রাজস্থান কংগ্রেসের তরফে এই প্রস্তাবনার সঙ্গেই আরও একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে রাহুল গান্ধীকেই যেন সভাপতি হিসাবে নির্বাচন করা হয়। ওই প্রস্তাবনা পাশও হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলটই এই প্রস্তাবনা পেশ ও পাশ করেন। এই বিষয়ে রাজস্থানের মন্ত্রী পিএস কাচারিওয়াস বলেন, “নতুন সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হবেন, তার সিদ্ধান্ত যাতে সকলেই মেনে চলেন, তার জন্য একটি প্রস্তাবনা পাশ করা হয়েছে। তিনিই রাজ্য সভাপতিও নির্বাচন করবেন। এরইসঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরেকটি প্রস্তাবনা পাশ করেছেন যেখানে রাহুল গান্ধীকেই সভাপতি হিসাবে নির্বাচিত করার দাবি জানানো হয়েছে।”

শুধু রাজস্থানই নয়, পুদুচেরির প্রদেশ কংগ্রেসের তরফেও একই প্রস্তাবনা পাশ করা হয়েছে। সূত্রের খবর, হিমাচল প্রদেশের কংগ্রেস কমিটিও আগামী ১৯ সেপ্টেম্বরের বৈঠকে একই প্রস্তাবনা পাশ করবে, যেখানে রাহুল গান্ধীকেই যেন কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচন করা হয়।

একাধিক শীর্ষ নেতাই কংগ্রেসের সভাপতি হিসাবে রাহুল গান্ধীকে সভাপতি হিসাবে চাইলেও, নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথাই জানিয়েছেন রাহুল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভরাডুবির পরই কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর দল সামলানোর দায়িত্ব নেন সনিয়া গান্ধী। বর্তমানেও তিনি অন্তর্বর্তী সভাপতি হিসাবেই দায়িত্ব পালন করছেন। তবে শারীরিক অসুস্থতার কারণেই তিনি আর দায়িত্ব নিতে চান না। অন্যদিকে, রাহুল গান্ধীও জানিয়েছেন, তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী নন।