Tata শীঘ্রই আনতে চলেছে তাদের সব থেকে সস্তার ইলেকট্রিক গাড়ি Tiago EV

Tata শীঘ্রই আনতে চলেছে তাদের সব থেকে সস্তার ইলেকট্রিক গাড়ি Tiago EV

9 সেপ্টেম্বর, শুক্রবার পালিত হল ওয়ার্ল্ড ইলেকট্রিক ভেহিকেল ডে (World Electric Vehicle Day)। আর এই দিনটিতেই Tata Motors দারুন ঘোষণা করল। এই সংস্থার তরফে জানানো হল যে ভারতের বাজারে তারা Tata Tiago EV আনছে। সেপ্টেম্বরের শেষেই এই গাড়িটিকে ভারতে আনা হবে। Nexon এবং Tigor এর পর Tiago EV হতে চলেছে Tata কোম্পানির তৃতীয় ইলেকট্রিক গাড়ি।

আগের গাড়ি দুটোর কথাও এই সংস্থার তরফে ওয়ার্ল্ড ইলেকট্রিক ভেহিকেল ডের দিনই ঘোষণা করা হয়েছে।

Tata Motors কয়েকমাস আগেই জানিয়েছিল যে তারা আগামী 5 বছরে 10টির ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। শৈলেশ চন্দ্র, টাটা মোটরস প্যাসেঞ্জার্স ভেহিকেলস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এই নতুন Tiago EV সম্পর্কে জানিয়েছেন যে এই দিনটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ কারণ টাটা তার ঝুলি থেকে একটা নতুন ইলেকট্রিক গাড়ি বের করতে চলেছে। এই গাড়ির মাধ্যমে তারা ইলেকট্রিক ভেহিকেল পোর্টফোলিওকে আরও বাড়াচ্ছে।

তিনি আরও জানান যে তাঁদের ইলেকট্রিক ভেহিকেল বিভাগের ভবিষত্‍ সুনিশ্চিত করার জন্য আলাদা ধরনের প্রোডাক্ট বিভাগ বডি স্টাইল এবং দামের স্তরকে মাথায় রেখে 10টা ইভি চালু করবে। তাঁদের এখন মূল লক্ষ্য ইভির বাজার আরও বাড়ানো এবং একই সঙ্গে ইজি ড্রাইভ, কম খরচে ইলেকট্রিক ভেহিকেল এর সুবিধাগুলোকে সহজলভ্য করে তুলবে।

ভারতকে বিশ্বের ইভি হাব বানানোর লক্ষ্যে এগিয়ে চলেছে অটোমেকার। TPG রাইজ ক্লাইমটের সঙ্গে সঙ্গে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি প্রতিষ্ঠা করেছে। আর সংস্থার লক্ষ্য হল 2030 এর মধ্যে 30% ইলেকট্রিক গাড়ি অনুপ্রবেশের জং সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা। বর্তমানে এই সংস্থা ভারতের গাড়ির বাজারকে নেতৃত্ব দিচ্ছে, যার শেয়ার প্রায় 44%। এমনটাই জানান চন্দ্র। টাটার Nexon EV বিক্রির চার্টে সবার উপরে রয়েছে। শৈলেশ চন্দ্র আরও জানান যে বর্তমানে তাঁদের 40,000 বেশি টাটা ইভি ভারতের রাস্তায় চলছে। আগামী সপ্তাহে এই নতুন গাড়ির একাধিক বিষয় যেমন দাম, ফিচার, ইত্যাদি প্রকাশ্যে আনার পরিকল্পনা করছে এই সংস্থা।