নাকতলা উদয়ন সংঘের ডাকে সাড়া দিলেন না মুখ্যমন্ত্রী উদ্বোধনে বিকল্প ব্যবস্থা

নাকতলা উদয়ন সংঘের ডাকে সাড়া দিলেন না মুখ্যমন্ত্রী উদ্বোধনে বিকল্প ব্যবস্থা

হর কলকাতার নাম করা পুজোর তালিকায় বরাবরই নাম থেকেছে নাকতলা উদয়ন সংঘের । এই পুজা প্রত্যেকবারই দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু চমক নিয়ে আসে । তবে এবছরে নাকতলা উদয়ন সংঘের পুজোর ভবিষ্যত্‍ অন্ধকার দেখছিলেন অনেকেই । কারণ এই পুজোর অন্যতম মুখ হিসেবে থাকতেন এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ।

এছাড়াও এখানে দেখা যেত অর্পিতা মুখোপাধ্যায়কে। তাদের ছাড়া এই পুজো কিভাবে হবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে পুজো উদ্যোক্তারা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন মণ্ডপ, থিম ,প্রতিমা সবই তৈরি। অপেক্ষা শুধু উদ্বোধনের। কিন্তু সেখানেই দানা বেঁধেছে সমস্যা।

প্রতিবছর নাকতলা উদয়ন সংঘের দুর্গা পুজোর উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। সেই মঞ্চে উপস্থিত থাকতেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ অর্পিতা এবং অন্যান্যরা । কিন্তু এবারে মুখ্যমন্ত্রীকে মেইল মারফত উদ্বোধনের আমন্ত্রণ জানানো হলেও তাঁর অফিসের তরফ থেকে কোনরকম জবাব পাওয়া যায়নি। রাত পেরোলেই মহালয়া। ওইদিনই তো উদ্বোধন হওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে কিছুই জানানো হয়নি পুজো উদ্যোক্তাদের। যার কারণে বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে।

দুর্গা পুজো কমিটির সেক্রেটারি অঞ্জন দাস জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ক্লাবের অফিসিয়াল মেইল আইডি থেকে মুখ্যমন্ত্রীর অফিসের মেইল আইডিতে উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি উদ্বোধনে আসবেন কিনা সেই সংক্রান্ত কোনো তথ্য শনিবার সকাল পর্যন্ত ক্লাবের কাছে এসে পৌঁছয়নি এত বছর ধরে মহালয়ার দিনে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করে আসছেন। কাজেই যথেষ্ট আশা নিয়ে এই বছরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। কিন্তু কোন রকম প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে তৃতীয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা।

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের প্রতিষ্ঠিত দুর্গারা। যারা প্রতিনিয়ত নিজেদের প্রমাণ করার জন্য লড়াই করে যাচ্ছেন। সেই সমস্ত প্রতিমা শিল্পী কিংবা চা বিক্রেতা মহিলাদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবারের নাকতলা উদয়ন সংঘের পুজো। এমনটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পুজোর প্রায় প্রতিদিনই তাকে দেখা যেত মণ্ডপে। ধুতি পাঞ্জাবিতে সেজে উঠতেন তিনি তবে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর গ্রেফতারির পর সেই ছবিতে বদল ঘটবে স্বাভাবিকভাবেই। এমনকি পুজো কমিটি থেকেও পার্থ-অর্পিতাকে একেবারেই ঝেড়ে ফেলেছেন তাঁরা , এমনটাই জানিয়ে দিয়েছেন স্পষ্ট। একইসঙ্গে জানিয়েছেন, এই বছরেও অন্যান্য বছরের মতোই ধুমধাম করে হবে নাকতলা উদয়ন সংঘের পুজো।