সংক্রমণ এড়াতে মহালয়ার দিন বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির

সংক্রমণ এড়াতে মহালয়ার দিন বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির

সময় বাংলা# মহালয়ার দিন দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে তর্পনের ভিড়ের ছবি দেখতে অভ্যস্ত বঙ্গবাসী। কিন্তু সেই তর্পণে এবার ছেদ পড়তে চলেছে। করোনার কারণে এই প্রথম দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে তর্পনের সুযোগ মিলবে না। সংক্রমণ রুখতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। মহালয়ার দিন সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। মন্দির খোলা থাকবে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত। ১৮ই সেপ্টেম্বর থেকে দক্ষিণেশ্বর মন্দির খুলবে সকাল সাড়ে ৬টায়। বেলা সাড়ে ১২টা অবধি খোলা থাকবে মন্দির। আবার দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত খোলা মন্দির।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে মন্দির দর্শনের সময়সূচিতে বদল হচ্ছে। এতদিন সকাল ৭টা থেকে সকাল ১০টা ও বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত মন্দির খুলে রাখা হচ্ছিল। এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে বারোটা ও বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

অন্যদিকে, দক্ষিণেশ্বরে যে তিনটি গঙ্গার ঘাট রয়েছে তার কোনটিতেই আগামী ১৭ ই সেপ্টেম্বর মহালয়ার দিন কেউ তর্পণ করতে পারবেন না। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, 'করোনার কারণে এবার তিনটি ঘাটে তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। করোনা যাতে না ছড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে। এবং তিনি এও জানিয়েছেন যে, সব দিক বিচার বিবেচনা করে মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দির বন্ধ রাখা হবে।'

দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে তর্পণ না হয় বন্ধ হল। কিন্তু অন্য ঘাট গুলির ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? এ বিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে ব্যারাকপুরে গঙ্গার অন্যান্য ঘাটেও তর্পণ হয়তো এবারে বন্ধ থাকবে।