আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বাণিজ্য শহর মুম্বাই

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বাণিজ্য শহর মুম্বাই

সময় বাংলা# কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে উঠছে ভূমিকম্পে।প্রকৃতি যেন কিছুতেই বাঁধ সাধছে না।এর আগে ৭ সেপ্টেম্বর বাণিজ্য নগরী মুম্বাই কেঁপে উঠেছিল ভূমিকম্পে।তারপর আবার ১১ সেপ্টম্বর মধ্যরাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বাই।

আগে শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৪১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়েছিল নাসিকে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫।তারপর ৭ সেপ্টেম্বর সকাল ৮ টায় কম্পন অনুভূত হয়েছিল মুম্বাইতে।তারপর ১১ সেপ্টেম্বর ভূমিকম্প প্রথম অনুভূত হয়  রাত তিনটে ৫৭ মিনিটে মুম্বাই থেকে ৯৮ কিলোমিটার দূরে।এদিনও রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫।যদিও কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। তবে আতঙ্ক তৈরি হয়েছে বাণিজ্যে নগরীতে। তার জেরে সাতসকালে আতঙ্ক ছড়ায় বাণিজ্য নগরীতে। বেশ কিছু মানুষের ঘুমও ভেঙ্গে যায়। অনেকে আবার বেরিয়ে আসে ঘর থেকে। তবে কম্পন বেশিক্ষণ স্থির হয়নি।

গত কয়েক দিন ধরে বারবার কম্পনে কেঁপে উঠেছে মহারাষ্ট্র।সেপ্টেম্বরের শুরু থেকেই মহারাষ্ট্রে ভূমিকম্পের খবর পাওয়া গেছিল।এই মাসে এর আগেও দুবার ভূমিকম্প হয় মহারাষ্ট্রে এছাড়াও অসামের ভূমিকম্প হয়েছিল এছাড়া পশ্চিমবঙ্গের পুরুলিয়াতেও ভূমিকম্প হয় আগের মাসে।গত এক মাস ধরে বারবার কম্পনে কেঁপে উঠে দেশের বিভিন্ন প্রান্ত।