রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা

রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা

 অবশেষে রেল ও জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের বিভিন্ন আন্দোলনকারী সংগঠন। শনিবার পঞ্চমদিনে পড়েছিল তাঁদের আন্দোলন। টানা ১০০ ঘণ্টার বেশি সময় ধরে আন্দোলনের পর প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

শনিবার সকাল ১১টা নাগাদ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন আদিবাসী কুড়মি সমজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। প্রায় এক ঘন্টা ধরে সেই বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে রেল অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে অজিত মাহাতো জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে। তাই আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তবে দাবি পূরণ না হলে আগামীতে আবার আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন এই আদিবাসী নেতা।

উল্লেখ্য কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ রাজ্যের একাধিক জেলায় আন্দোলনে নেমেছিল কুড়মি সমাজের বিভিন্ন সংগঠন। রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। খড়গপুর শাখার খেমাশুলি ও দক্ষিণ পূর্ব রেলের কুস্তাউর স্টেশন অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। অবরোধ করা হয়েছিল ৬ নম্বর জাতীয় সড়ক। টানা পাঁচ দিন ধরে এই অবরোধের জেরে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। সার দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল পণ্যবাহী ট্রাক। যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছিল আন্দোলনকারী সংগঠনগুলির তরফে। অবশেষে আন্দোলনের পঞ্চম দিনে উঠল অবরোধ।