টিকটকে সর্বাধিক ভক্ত সেনেগালের দরিদ্র পরিবারে জন্ম এই যুবকের রোজগার জানলে চমকে যাবেন

টিকটকে সর্বাধিক ভক্ত সেনেগালের দরিদ্র পরিবারে জন্ম এই যুবকের রোজগার জানলে চমকে যাবেন

সোশ্যাল মিডিয়ার স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো এবং ইউটিউব ঘাটার অভ্যাস যাঁদের আছে, তাঁরা নিশ্চয় খাবানে লামের নাম শুনে থাকবেন। যিনি খাবি লামে নামেই বিখ্যাত। ২২ বছরের এই কনটেন্ট ক্রিয়েটরের টিকটকে ফলোয়ার সংখ্যা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। সেই জীবনের বিভিন্ন সময়ের ভিডিয়ো করেন তিনি।

অধিকাংশ ভিডিয়োতেই কোনও কথা বলেন না খাবি। কিন্তু একটি বিশেষ ধরনে নাচের ভঙ্গি করেন তিনি। যা খাবি মুভ নামেও নেটিজেনদের মধ্যে সমাদৃত। এই খাবির টিকটক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো থেকে যা আয় করেন, তা শুনে চোখ কপালে উঠতে বাধ্য। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে রোজগার তো আছেই।

যদিও খাবি খুব গরিব পরিবারের ছেলে। লোককে আনন্দ দেওয়ার জন্যই ভিডিয়ো বানান তিনি। সেই ভিডিয়ো নেটিজেনদের এত মনে ধরেছে, টিকটকে তিনি সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছেন। টিকটকে খাবির ফলোয়ার সংখ্যা ২০ কোটিরও বেশি। এই সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে ভিডিয়ো পোস্ট করে খাবি এ বছরের আয় ১ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা। খাবির ব্যক্তিগত ম্যানেজার অ্যালেজান্দ্রো রিজ্জিও এই রোজগারের কথা জানিয়েছেন। এ ছাড়াও সম্প্রতি বেশ কয়েকটি জায়গা থেকে খাবির রোজগার হয়েছে বলে জানিয়েছেন অ্যালেজান্দ্রো। তিনি জানিয়েছেন, মিলান ফ্য়াশন উইকে আমন্ত্রণ জানানো হয়েছিল খাবিকে। সেখানে র‌্যাম্পে হেঁটে সাড়ে চার লক্ষ ডলার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় তা সাড়ে তিন কোটিরও বেশি টাকা। সেই মিলান ফ্য়াশন শো-তে অংশ নেওয়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন খাবি। সেখানেও বিপুল সাড়া মিলেছে তাঁর। বিখ্যাত হলিউড স্টুডিয়োর ভিডিয়ো নিজের টিকটকরে অ্যাকাউন্টে পোস্ট করে সাড়ে ৭ লক্ষ ডলার খাবি পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার।

নিজের এই বিপুল রোজগারের ব্যাপারে খোঁজই রাখেন না খাবি। সেনেগালের গরির পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর পরিবার সেনেগাল ছেড়ে চলে আসেন ইটালিতে। এক সময় কারখানায় কাজ করেতন তিনি। টিকটকে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পরই কেবলমাত্র ভিডিয়ো তৈরিতেই মনোনিবেশ করেছেন তিনি। এ নিয়ে খাবির ম্যানেজার অ্যালোজান্দ্রো বলেছেন, "খাবি খুবই গরিব ছিল। ও নিজেও জানে না ওর ব্যাঙ্কে কত টাকা আছে। ও তা নিয়ে মাথাও ঘামায় না।" খাবি বলেছেন, "আমি অনেক মানুষকে আনন্দ দিতে চাই। আমি আমার পরিবারকে ভালবাসি।" ইটালির চিভাসোতে থাকেন খাবি, শুরুর মতো ভবিষ্যতেও 'সহজ-সরল' ভিডিয়ো বানিয়ে ভক্তদের উপহার দিতে চান।