পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে নিহতের সংখ্যা ৩৬, পরিসংখ্যান প্রকাশ পুলিশের

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে নিহতের সংখ্যা ৩৬, পরিসংখ্যান প্রকাশ পুলিশের

রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তি ও হিংসার ঘটনায় কেবলমাত্র শনিবার ভোটের দিন মৃত্যু হয়েছে ১৪ জনের। আর নির্বাচন ঘোষণার তারিখ থেকে ভোটের আগের দিন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ২২, বিজেপির ৩, বামফ্রন্টের ৪, কংগ্রেসের ৪, আইএসএফের ১ এবং ২ জন সাধারণ ভোটার রয়েছেন।

ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ৩৬ জনের মধ্যে ২৩ জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, বাকি ১৩ জন হিন্দু সম্প্রদায়ের।

রাজ্য পুলিশের পরিসংখ্যানে বলা হয়েছে, শনিবার পঞ্চায়েত ভোট চলাকালীন হিংসার ঘটনায় মৃত ১৪ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৮ জন, বামফ্রন্টের ২ জন, কংগ্রেসের ১ জন এবং ২ জন সাধারণ ভোটার রয়েছে। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ১৪ জনের মধ্যে ১০ জন মুসলিম এবং ৪ জন হিন্দু।

অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগের দিন পর্যন্ত নিহত ২২ জনের মধ্যে তৃণমূল কর্মী রয়েছে ১৪ জন, বিজেপি কর্মী রয়েছে ৩ জন, বামফ্রন্টের রয়েছে ১ জন এবং আইএসএফের ১ জন। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ২২ জনের মধ্যে ১৩ জন সংখ্যালঘু মুসলিম (Muslim) সম্প্রদায়ের, বাকি ৯ জন হিন্দু (Hindu)।

মোট ৩৬ জন নিহতের মধ্যে কোন জেলার কত জন রয়েছে তা পুলিশের তরফে পরিসংখ্যানে জানানো হয়েছে। ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে শুধু মুর্শিদাবাদের ৯ জনের। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ৬, কোচবিহারের ৪, মালদার ৩, উত্তর দিনাজপুরের ৩, উত্তর ২৪ পরগনার ২, পুরুলিয়ার ২, পূর্ব বর্ধমানের ২, নদিয়ার ২, বীরভূমের ১, দক্ষিণ দিনাজপুরের ১, পশ্চিম মেদিনীপুরের ১ জনের মৃত্যু হয়েছে রাজনৈতিক কারণে। রাজ্যের বাকি ১০ জেলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।