রিসেপশনিস্ট তরুণীর শেষকৃত্য করতে নারাজ পরিবার, মুখ্যমন্ত্রীর অতি-সক্রিয়তা নিয়েও প্রশ্ন

রিসেপশনিস্ট তরুণীর শেষকৃত্য করতে নারাজ পরিবার, মুখ্যমন্ত্রীর অতি-সক্রিয়তা নিয়েও প্রশ্ন

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত তারা শেষকৃত্য করবে না। সেই সঙ্গে মৃতার বাবার প্রশ্ন, কেন বিজেপি নেতার ছেলের রিসর্ট গুঁড়িয়ে দেওয়া হল। ওই রিসর্টে একাধিক প্রমাণ ছিল।

এই মামলা ফাস্ট ট্র্যাক আদালতে যাক, দাবি করা হয়েছে এমনটাও। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তড়িঘড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল রিসর্ট।
গত শুক্রবার রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনে গ্রেপ্তার হন বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য। গ্রেপ্তার হন তাঁর রিসর্টের ম্যনাএজার এবং তাঁর সহকারীও। তাঁদের ১৪ দিনের আইনি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, জলে ডুবে মৃত্যু হয়েছে অঙ্কিতার। তাঁর শরীরে মৃত্যুর আগে কিছু আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। জেরায় পুলকিত স্বীকার করেছে, ব্যক্তিগত ঝামেলার জেরে তাঁরা তিনজন অঙ্কিতাকে ধাক্কা মেরে খালের জলে ফেলে দিয়েছিলেন।
এই ঘটনায় সিট গঠন করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। অঙ্কিতার হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিট। ঘনিষ্ঠ বন্ধুদের অঙ্কিতা জানিয়েছিলেন, রিসর্টের কাস্টমারদের 'স্পেশ্যাল সার্ভিস' দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বিজেপি নেতার ছেলে এবং তাঁর ম্যানেজার।
সিটের প্রধান ডিআইহজি পিআর দেবী বলেন, 'আমরা রিসর্টের সমস্ত কর্মীদের থানায় ডেকে পাঠিয়েছি। রিসর্টের পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস করা হবে। অঙ্কিতার যেসব হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে সেসবেরও পরীক্ষা করা হবে। ময়নাতদন্তের যথাযথ রিপোর্ট এখনও পাইনি, আশা করছি আজই পেয়ে যাব।'