'রকি' ও 'রানি'র প্রেম কাহিনির প্রথম ঝলক মিলবে ৪ জুলাই, আসছে ট্রেলার

'রকি' ও 'রানি'র প্রেম কাহিনির প্রথম ঝলক মিলবে ৪ জুলাই, আসছে ট্রেলার

মুম্বই: বড়পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। আসছে নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। প্রকাশ্যে এসেছে প্রথম গান ও টিজার। এবার ঘোষণা করা হল ছবির ট্রেলার মুক্তির তারিখ (Trailer Release Date)।

রবিবার নির্মাতাদের তরফে পোস্ট করা হল প্রেম কাহিনির ট্রেলার প্রকাশের তারিখ।

কবে আসছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ট্রেলার?

রণবীর ও আলিয়ার প্রেম কাহিনির ট্রেলার দেখার অপেক্ষায় সকল বলিউডপ্রেমী। ৪ জুলাই হচ্ছে সেই 'ডি ডে'। রবিবার প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশনস'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির মুখ্য দুই চরিত্রের ছবি পোস্ট করে লেখা হয়, '৪ জুলাই, সেই তারিখ যেদিন আপনারা রকি ও রানির প্রেম কাহিনির আরও খুঁটিনাটি পাবেন কারণ ট্রেলার আসছে প্রকাশ্যে। আপনাদের অবশেষে ট্রেলার দেখাতে পেরে আমরা অত্যন্ত উত্তেজিত। ট্রেলার আসা পর্যন্ত কমেন্ট বক্সে বন্যা বইতে থাকুক।' প্রসঙ্গত, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি পরিচালক কর্ণ জোহরের কর্মজীবনের ২৫ বছরের উদযাপনও বটে। ২৮ জুলাই মুক্তি পাবে এই প্রেম কাহিনি।

কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণি গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী প্রমুখ।

এদিন ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করে কর্ণ লেখেন, 'রকি রানির স্লাইড শো!!! ৪ জুলাই ট্রেলার মুক্তি পাবে! রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবার তৈরি ভালবাসা, লড়াই ও হাসিখুশি বিবাহিত জীবনের উপদেশ দেখাতে...। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।' কর্ণের পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন মণীশ মলহোত্র, নিমরত কৌর প্রমুখ তারকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'তুম কেয়া মিলে'। বরফে ঢাকা চারপাশ, তার মাঝে দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাইছেন নায়ক, আর তাঁকে জড়িয়ে শিফনের শাড়ি পরে নায়িকা... যে কোনও বলিউড প্রেমীর কাছে এই দৃশ্য অত্যন্ত পরিচিত। যশ চোপড়া পরিচালিত বেশিরভাগ ছবিরই প্রেমের গান এইভাবেই হত তৈরি। সেই আমেজ বজায় রেখেই তৈরি হয়েছে কর্ণের নতুন ছবির এই প্রেমের গান। এই গান ও টিজার বেশ পছন্দ করেছেন দর্শক। এখন ট্রেলার কতটা সাড়া ফেলে সেটাই দেখার।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরে ছয় বছর পর পরিচালকের আসনে বসছেন কর্ণ জোহর।