সরকার দেবে ভর্তুকি, মাসে মুনাফা ২ লক্ষ টাকা!

সরকার দেবে ভর্তুকি, মাসে মুনাফা ২ লক্ষ টাকা!

Goat Farming Business! অর্থাত্‍ ছাগল পালন। যে ব্যবসার মাধ্যমে প্রতি মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। শুনে হয়ত উদ্ভূত লাগছে! কিন্তু সত্যিটা তাই। আর ভারতে ছাগল প্রতিপালনে যারা জড়িত তাদের সবাই বেশ মোটা অংকের টাকাই আয় করে থাকেন ।

সুবিধা
এই ব্যবসার সুবিধার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়- যে কয়েকটি লাভজনক ব্যবসা নিজের বাড়িতে থেকেই শুরু করা যায় এর মধ্যে ছাগল প্রতিপালন অন্যতম। অর্থাত্‍ এই লাভজনক ব্যবসাটি আপনি নিজের বাড়িতে থেকেই শুরু করতে পারবেন।

সরকার দেবে ভর্তুকি
এই ব্যবসার গুরুত্বপূর্ণ সুবিধাজনক দিক হল আপনার ব্যবসাক্ষেত্র সম্প্রসারণে সরকার এগিয়ে আসছেন। অর্থাত্‍ খুব সহজেই এই ব্যবসাটি সরকারি সাহায্যের মাধ্যমে শুরু করতে পারছেন। আরো জানুন, গ্রামাঞ্চলে পশুপালনে উত্‍সাহ দিতে হরিয়ানা সরকার ইতিমধ্যেই পশুপালককে ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে।

শুধু হরিয়ানা সরকার-ই নয়, অন্য রাজ্যসরকারগুলিও এই ভর্তুকির ব্যবস্থা করে থাকে। তাছাড়া কেন্দ্রীয় সরকার পশুপালনে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে।

লোন
আপনি ছাগল প্রতিপালন শুরু করতে মনস্থির হলেন কিন্তু প্রয়োজনীয় অর্থকড়ি না থাকায় আর এগোতে পারছেন না। তাহলে ভরসা রাখুন National Bank for Agriculture and Rural Development (NABARD) এর উপর। তারা আপনাকে ছাগল প্রতিপালনের জন্য লোন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে ।

শুরু করার আগে যা জানতে হবে
ছাগল প্রতিপালনের শুরুতেই জমি, চারা, বিশুদ্ধ জল, প্রয়োজনীয় শ্রমিক, পশু চিকিত্‍সার ব্যবস্থা এবং বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা জরুরি।

কত টাকা আয় করা সম্ভব?
ছাগলের দুধ থেকে শুরু করে মাংস, সব কিছু বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। একটি প্রতিবেদন অনুযায়ী বলা যায়, ১৮টি স্ত্রী ছাগল (খাসি) দিয়ে মাসে ২,১৬,০০০ টাকা আয় করা সম্ভব। পাশাপাশি পুরুষ ছাগল (পাঁঠা) দিয়ে ১,৯৮,০০০ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে।