ভারতে লঞ্চ হয়ে গেল উচ্চ মাইলেজ সম্পন্ন মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা

ভারতে লঞ্চ হয়ে গেল উচ্চ মাইলেজ সম্পন্ন মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা

ভারতীয় অটোমোবাইল বাজারে সবচেয়ে বেশি চর্চিত গাড়ি মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা লঞ্চ হয়ে গেল আজ। এই গাড়িটির উন্মোচন বং বুকিং শুরু হওয়ার পর লঞ্চ হওয়ার অপেক্ষায় ছিলেন গ্রাহকরা। এটির বুকিং শুরু হয় মাত্র ১১ হাজার টাকার বিনিময়ে।

এখনও ৫৫ হাজার মানুষ এই গাড়িটি বুক করে ফেলেছেন। ওয়েটিং পিরিয়ড পেরিয়ে গিয়েছে ৫ মাস থেকে ৬ মাসে।

Toyota Urban Cruiser Hyryder এর ঠিক একই ধাঁচে গাড়িটি বানিয়েছে Maruti। ভারতীয় বাজারে এটির দাম শুরু হয়েছে ১০.৪৫ লক্ষ টাকা থেকে। সর্বাধিক মূল্য অর্থাত্‍ টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম ১৯.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। একাধিক বৈশিষ্ট্যর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হাইব্রিড ইঞ্জিন ও 4WD সিস্টেম। গাড়িটি মোট ১১ টি ভ্যারিয়েন্টে বাজারে ছেড়েছে Maruti। এবং এটি বিক্রি হবে কেবল সংস্থা Nexa শোরুমের মাধ্যমে।

Maruti Grand Vitara এর ইঞ্জিন এবং মাইলেজ

দুটি ইঞ্জিন বিকল্প রয়েছে। প্রথম ১.৫ লিটার K15C পেট্রোল মাইল্ড-হাইব্রিড ইঞ্জিন। যা ১০৩ হর্সপাওয়ার উত্‍পন্ন করে। এর সাথে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স। তবে AWD (অল হুইল ড্রাইভ) সিস্টেম পাওয়া যাবে কেবল টপ-স্পেক মাইল্ড হাইব্রিড ম্যানুয়াল ভ্যারিয়েন্টে।

Maruti Suzuki Grand Vitara এর মাইলেজ - প্রথম ইঞ্জিন বিকল্পের ক্ষেত্রে ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ২১.১১ কিলোমিটার প্রতি লিটার। অটোমেটিক ভ্যারিয়েন্টে ২০.৫৮ কিলোমিটার প্রতি লিটার এবং ম্যানুয়াল AWD ইঞ্জিনে ১৯.৩৮ কিলোমিটার প্রতি লিটার।

দ্বিতীয় ইঞ্জিন বিকল্প - ১.৫ লিটার, তিন সিলিন্ডার অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিন যা একটি বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত। এটি ৭৯ হর্সপাওয়ার এবং ১৪১ Nm টর্ক তৈরি করে। হাইব্রিড পাওয়ারট্রেনের সাথে একত্রে হাইব্রিড পাওয়ারট্রেন ১১৫ হর্সপাওয়ার জেনারেট করে। এর সাথে রয়েছে ই-সিভিটি গিয়ারবক্সের। এই ইঞ্জিনে জ্বালানি দক্ষতা বা মাইলেজ ২৭.৯৭ কিলোমিটার প্রতি লিটার।

Maruti Grand Vitara এর ফিচার্স

গাড়িটির ড্যাশবোর্ড এবং দরজার প্যাড জুড়ে নরম-টাচ উপকরণ সহ একটি ডুয়াল-টোন থিম রয়েছে। এ ছাড়া মিলবে ৯ ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, হেড-আপ ডিসপ্লে (HUD), একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং, একাধিক ড্রাইভ মোড, একটি প্যানোরামিক সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল এবং ভেন্টিলেটেড সিট। এই গাড়িতে LED টেইললাইট ও LED লাইট বারের বৈশিষ্ট্যও মজুত রয়েছে।