হাতে সিগারেট নিয়ে 'বিগ বস্'-এর সঞ্চালনা, সলমনের কাণ্ড দেখে সমালোচনার ঝড়

বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা এমনকি, ওয়েব সিরিজ় শুরুর আগে থাকে চেনা সতর্কীকরণ, 'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক'। সেখানেই একেবারে ব্যাতিক্রমী ঘটনা ঘটালেন সলমন খান। বিগ বস ওটিটির সপ্তাহ শেষের পর্বে সিগারেট হাতে সঞ্চালনা করলেন ভাইজান! দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই ছবি।
দিন কয়েক আগেই 'বিগ বস্ ওটিটি'এর ঘরে আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদের চুম্বন বিতর্কে দুই প্রতিযোগীকে ভালমন্দ শোনান।