সোমবার থেকে ফের ছুটল কলকাতা মেট্রো রইল একগুচ্ছ সর্তকতা

সোমবার থেকে ফের ছুটল কলকাতা মেট্রো রইল একগুচ্ছ সর্তকতা

সময় বাংলা# করোনা পরিস্থিতি মধ্যে স্বাস্থ্যবিধি মেনে একগুচ্ছ সতর্কতার নিয়ে প্রায় পাঁচ মাস মেট্রো বন্ধ থাকার পর সোমবার থেকে ফের ছুটল কলকাতার লাইফলাইন মেট্রো।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক স্টেশনে বসানো হলো স্যানিটাইজার মেশিন। নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্যানিটাইজার করতে হবে ।জীবাণুমুক্ত ছড়িয়ে জীবানু নাশ ক করা হবে। জীবাণুমুক্ত জন্য আনা হয়েছে বিশেষ প্রয়োজনীয় সরঞ্জাম। সংক্রমণ এড়াতে অবশ্যই মাক্স পড়তে হবে। সতর্কতামূলক পোস্টার স্টেশনে ট্রেনে দেওয়া হয়েছে। দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অবশ্যই।

নাক মুখ কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে সারাক্ষণ লিফটে 3 জনের বেশি উঠতে পারবেনা টেশনে থুতু ফেললে মোটা টাকা জরিমানা করা হবে। মাটির নিচে দোকান খাবারের দোকান পানীয় দ্রব্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে  স্যানিটাইজার করে মাটির উপরে দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

14 তারিখ সকাল 8 টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয় মোট 110 টির ট্রেন চলবে তবে মেট্রো রেল পথে চলতে গেলে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে স্মার্ট কার্ড দেখাতে হবে তবে স্টেশনে উঠতে পারবেন স্মার্ট ফোন ছাড়া ট্রেনে চড়ার সম্ভব নয় বিশেষ অ্যাপ দ্বারা স্মার্ট কার্ড তৈরি করে তবেই টেশনে উঠে যাবে স্টেশনে সন্ধ্যেবেলা সাতটায় শেষ ট্রেন যাবে রবিবার সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে সর্বসম্মতিক্রমে ট্রেন দাঁড়াতো এখন সেটি 30 সেকেন্ড দাঁড়াবে ।কনটেইনমেন্ট এরিয়ার মধ্যে দিয়ে যদি মেট্রো স্টেশন থাকে তবে সেই স্টেশনে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো ট্রেন চলবে। রাজ্য পুলিশ ও আরপিএফ কো অর্ডিন্যান্স রা আই কার্ড দেখিয়ে স্টেশনে প্রবেশ করে ই কার্ড চেক করবে তবে স্টেশনে ওঠার অনুমতি মিলবে। মেট্রোর অফিসাররা আই কার্ড দেখিয়ে চেক করবেন আর ঠিকা শ্রমিকদের বিশেষ অনুমতি দেয়া হয়েছে তাদের ই কার্ড প্রয়োজন নেই।