নয়া আক্রান্তের সংখ্যা ৯৬৫

নয়া আক্রান্তের সংখ্যা ৯৬৫

দুর্গাপুজোর আগেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। গত দু'বছর চোখ রাঙিয়েছিল করোনা। যার জেরে গৃহবন্দি হয়েছিল সকলেই। সেই উদ্বেগ কমতে না কমতেই মাথাচারা দিয়ে উঠেছে ডেঙ্গু। মৃতের হারও ক্রমশ বেড়েই চলেছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার নয়া আক্রান্তের সংখ্যা ৯৬৫ জন।

এই রোগের উদ্বেগ বেড়েছে এই জেলাগুলিতে উত্তর ২৪ পরগনার সল্টলেক, বারাসাত, টিটাগড়, দেগঙ্গা, বারাসাত, স্বরূপনগর। এনিয়ে স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠকও করেন স্বাস্থ্যসচিব। এই সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতার প্রতিটি ওয়ার্ডে চলছে ডেঙ্গু সচেতনতা।