বাড়ির দাম বৃদ্ধির ছবি স্পষ্ট পূর্বাঞ্চলেও

বাড়ির দাম বৃদ্ধির ছবি স্পষ্ট পূর্বাঞ্চলেও

বাড়ি ও ফ্ল্যাটের দাম বৃদ্ধির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল শিল্পমহল। গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে পূর্বাঞ্চল-সহ দেশের ৫০টি শহরে ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের (এনএইচবি) এক সমীক্ষাতেও উঠে এল মূলত সেই ছবি। তারা জানিয়েছে, কিছু জায়গায় দাম সামান্য কমলেও সার্বিক ভাবে তা বাড়ছে। বেড়েছে এ রাজ্যেও।

২০১৭-১৮ সালকে ভিত্তিবর্ষ ধরে সেই এপ্রিল-জুনে ওই শহরগুলিতে ঋণদানকারী সংস্থাগুলির মূল্যায়ন করা সম্পত্তির দামের ভিত্তিতে মূল্যসূচকের হিসাব কষেছে এনএইচবি। তাদের দাবি, সেই হিসাবেই দেখা গিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় এ বার সামগ্রিক ভাবে সম্পত্তির মূল্যসূচক বেড়েছে ৭%। গত বছর সেই হার ১.৮% ছিল। বিভিন্ন শহরে এই মূল্যসূচকের ওঠাপড়া যথেষ্ট। কোয়েম্বত্তুরে যেমন তা ১৬.১% বেড়েছে, তেমনই ৫.১% কমেছে নবি মুম্বইতে। তবে পূর্বাঞ্চলের ভুবনেশ্বর (১৪.৪%), গুয়াহাটি (১৫.৮%), হাওড়া (০.৯%), কলকাতা (৬.১%), বিধাননগর (৭.১%), নিউ টাউন (৬.৩%), পটনা (৮.৫%) এবং রাঁচির (৩.২%) মতো আটটি শহরেই তা বেড়েছে।

এ বছরের জানুয়ারি-মার্চের তুলনায় এপ্রিল-জুন ত্রৈমাসিকের হিসাবও কষেছে এনএইচবি। তাতে ৫০টি শহরে মূল্যসূচক বেড়েছে ১.৭%। পরপর ত্রৈমাসিকের হিসাবে অবশ্য গত বছরের জুন থেকেই ফ্ল্যাটের দাম বাড়ছে। জানুয়ারি-মার্চের তুলনায় এপ্রিল-জুনে পূর্বাঞ্চলের আটটি শহরের মধ্যে সাতটিতেই দাম বেড়েছে। ০.৮% কমেছে শুধু বিধাননগরে। নির্মীয়মাণ অথবা তৈরি কিন্তু অবিক্রিত সম্পত্তির মূল্যসূচকের হিসাবও কষেছে এনএইচবি। আগের বছরের এপ্রিল-জুনের তুলনায় এ বার সম্পত্তির দাম বৃদ্ধির হার ৫.৭%। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির জেরেই এই দাম বেড়েছে বলে দাবি সংস্থাটির।