পুজোয় দারুণ উঠবে ছবি! 50MP আই অটোফোকাস সহ লঞ্চ হল আইকিউ-র নতুন ফোন

পুজোয় দারুণ উঠবে ছবি! 50MP আই অটোফোকাস সহ লঞ্চ হল আইকিউ-র নতুন ফোন

সোমবার ভারতে লঞ্চ হল আরও এক নতুন ৫জি স্মার্টফোন iQOO Z6 Lite। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর। ১২০ হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল আই অটোফোকাস ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একাধিক দারুণ ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে।

কত দামে এবং কোথায়, কবে থেকে এই স্মার্টফোন পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

iQOO Z6 Lite 5G এর দাম ও প্রাপ্যতা

নতুন লঞ্চ হওয়া iQOO Z6 Lite ভারতে দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের
প্রারম্ভিক মূল্য ১৩,৯৯৯ টাকা। এ ছাড়াও একটি ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে যার দাম ১৫,৪৯৯ টাকা। রঙের ক্ষেত্রে স্টেলার গ্রিন এবং মিস্টিক নাইট বিকল্প পাওয়া যাবে। এই স্মার্টফোনটির সেল শুরু হবে Amazon এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ১৪ ই সেপ্টেম্বর থেকে।

লঞ্চ অফার হিসাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) কার্ড দিয়ে এই ফোন অর্ডারে ২,৫০০ টাকার ডিসকাউন্ট মিলবে। তবে এই স্মার্টফোনে বক্সের চার্জার দেওয়া হবে না। কিন্তু সংস্থা জানিয়েছে, স্মার্টফোনের সাথে যদি কেউ চার্জার কেনে তাঁকে ৬৭ ডিসকাউন্ট সহ ৩৯৯ টাকায় চার্জার প্রদান করা হবে।

iQOO Z6 Lite 5G এর স্পেসিফিকেশন

এই হ্যান্ডসেটে রয়েছে ২.৫ ডি ফ্রেম ডিজাইন, ফোনটির ডিসপ্লে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+, যার রিফ্রেস রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ এবং রেজোলিউশন ২৪০৮ x ১০৮০ পিক্সেল। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২। এটির প্রসেসর Qualcomm Snapdragon 4 Gen 1, মজুত রয়েছে ফোর-কম্পোনেন্ট কুলিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গেমিংয়ের জন্য আল্ট্রা গেম মোড।

অপটিক্স বা ক্যামেরার ক্ষেত্রে সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার এবং পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরায় নাইট ফিল্টার সহ একটি সুপার নাইট মোড বৈশিষ্ট্যও রয়েছে। স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০mAh এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট।