জুতোর দাম ৭৭ লক্ষ টাকারও বেশি, উঁকি মারছে সোনা, ভাবছেন কোন ব্র্যান্ড, পড়ুন বিস্তারিত.

জুতোর দাম ৭৭ লক্ষ টাকারও বেশি, উঁকি মারছে সোনা, ভাবছেন কোন ব্র্যান্ড, পড়ুন বিস্তারিত.

সোনা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হল কলকাতা বিমানবন্দর থেকে। ধৃতের নাম তানভীর। ওই ব্যক্তির জুতো থেকে ৭৭ লক্ষ ২১ হাজার ২৮০ টাকার সোনা উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ব্যক্তি মুম্বই থেকে একটি বিমানে কলকাতায় নামেন।

তাঁকে দেখে সন্দেহ হয় বিমানবন্দরের কর্মীদের। এরপরই তল্লাশিতে ১৪৬৬ গ্রামের সোনার পাত উদ্ধার হয়। জুতোর শুকতলা থেকে উদ্ধার হয় ওই সোনা।

বদলে গিয়েছে সোনা পাচারের ধরন। গত কয়েক বছরে নতুন নতুন পদ্ধতিতে সোনা পাচার হচ্ছে। সোনাকে গলিয়ে ব্যান্ডেজের ভিতরে মলমের আকারে কখনও পাচারের চেষ্টা করার চেষ্টা হয়েছে। কখনও আবার প্লাস্টিকের প্যাকেটে মুড়ে পাচারের চেষ্টা করা হয়েছে। এমনকী পায়ুদ্বারে লুকিয়েও সোনা পাচার করার নমুনা দেখা গিয়েছে। এবার জুতোর শুকতলায় সযত্নে সোনার পাত সাজিয়ে নিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন এক যাত্রী।

জানা গিয়েছে, শুল্ক দফতরের এয়ার ইন্টালিজেন্স ইউনিটের হাতে ধরা পড়েন তানভীর। তাঁর হাঁটা দেখে সন্দেহ হয়েছিল আধিকারিকদের। এদিন ওই বিমানে থাকা ৯ যাত্রীকে সন্দেহ হওয়ায় আটক করে শুল্ক দফতর। তার মধ্যে তানভীরের চলাচলে বিশেষ সন্দেহ হয় তাঁদের। এরপরই জুতো জোড়া ছিঁড়ে আলাদা করতেই শুকতলার নীচে থেকে ওই সোনা উদ্ধার হয়। এরপরই সাড়ে সাতটা নাগাদ কাস্টম আইনে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। ছেড়ে দেওয়া হয় বাকিদের। শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে ধৃতকে।

চলতি মাসে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৩ কিলো ১০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। কখনও মলদ্বারের মধ্যে লুকিয়ে নিয়ে, কখনও কফি বক্সের ভিতরে, কখনও আবার ব্যাগের ভিতরে সোনার পাত আকারে, আবার কখনও জিন্সের প্যান্ট থেকে।