প্রবল বর্ষনে জলোচ্ছাস বাড়ছে বীরভূমের নদীগুলি

প্রবল বর্ষনে জলোচ্ছাস বাড়ছে বীরভূমের নদীগুলি

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি# টানা বর্ষনে জলোচ্ছাস বাড়ছে বীরভূমের নদী গুলির। তার জন্য বন্যার আশঙ্কাও করা হচ্ছে। সর্তক রয়েছে প্রশাসনও। গত দু তিন ধরে নিম্নচাপের জেড়ে টানা বৃষ্টি হয়েছে দক্ষিন বঙ্গের জেলা গুলিতে। পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে ছোট, বড় নদীগুলির জলস্তর বেড়েছে।

বীরভূম ও পূর্ব বর্ধমানের সুর্নিদিষ্ট বিভাজনকারী অজয় নদীতেও জল স্তর বেড়েছে। নদীর লাগোয়া বোলপুর থানার ঘিদহ গ্রামের বাসিন্দা সেখ সাঈদ বলেন, যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে নদীতে জলস্তর বাড়ছে। অতি বৃষ্টির জন্য নদীতে জলের স্তর ও গতি যদি বেড়ে যায় তাহলে নদী ভাঙনের ফলে বন্যা হতে পারে। আমরা যেমন সর্তক রযেছি তেমনি আতঙ্কিতও। বীরভূমের হিংলো, ব্রম্ভনী, ময়ূরাক্ষী,  শাল, বক্রেশ্বর সহ অনান্য নদীগুলির জলস্তরও বেড়েছে। তবে, শনিবারের দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়াই অনেকটা স্বস্তিও মিলেছে। শনিবার দুপুরের পর বা রবিবার বৃষ্টি না হলেও আকাশ মেঘলা রয়েছে।

বৃষ্টি যেমন হয় নি তেমন আর হবে না এমন নিশ্চয়তাও নেই। ব্যারেজ গুলি থেকেও ছাড়া হয়েছে জল। ময়ূরাক্ষী নদীর তীরবর্তী বাসিন্দা সাঁইথিয়া থানা এলাকার মুজিবর রহমান বলেন, নদীতে জল বাড়ছে। বন্যার আশঙ্কা রয়েছে। আবার নদীর পাশে বা সাধারন ধান জমিতেও জল ভরে রয়েছে তার ফলে ধান চাষেরও ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, জেলার সর্বত্রই আমাদের নজর রয়েছে। বন্যা হলে মানুষ যেন সমস্যায় না পড়েন সেটাও দেখার যথাযথ চেষ্টা হচ্ছে। স্পীড বোট সহ বন্যা মোকাবিলায় যা যা দরকার তাও প্রস্তুত রাখা হয়েছে।