চরম চ্যালেঞ্জ নিয়ে দিনের পর দিন চলছিল খোঁজ আমাজনের গহীণ অরণ্যে পাওয়া গেল ২৫ তলা লম্বা গাছ, রইল ফটো

চরম চ্যালেঞ্জ নিয়ে দিনের পর দিন চলছিল খোঁজ আমাজনের গহীণ অরণ্যে পাওয়া গেল ২৫ তলা লম্বা গাছ, রইল ফটো
আমাজন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ খুঁজতে বিজ্ঞানীদের একটা গ্রুপ পৌঁছেছিল।
৩ বছরের প্ল্যানিং, ৪ টি অভিযান, ঘনতম জঙ্গলে খতরনাক যাত্রার পরে শেষ অবধি সেই কাজে সাফল্য এল। এই গাছ একটি ২৫ তলা বিল্ডিংয়ের সমান উঁচু। বিশাল উঁচু এই গাছের নীচু অবধি পৌঁছনোর পর সায়েন্টিস্টরা পাতা, মাটি, এবং অন্য নানা জিনিসের নমুনা সংগ্রহ করে। Photo- AFP এই গুলি পরীক্ষা করে তবে জানা যাবে এই গাছটির সঠিক বয়স।

তবে এই গাছের বয়স কমপক্ষে ৪০০ থেকে ৬০০ বছর ।
বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে রীতিমতো তাজ্জব যে এই এলাকায় এত বড় গাছ কেন আছে? এছাড়া তারা এটাও দেখবে এই গাছ কত কার্বন জমা করে। এই বিশাল গাছ উত্তর ব্রাজিলের ইরাতাপুর নদীর নেচার রিজার্ভে রয়েছে।

অ্যাঞ্জেলিম বর্মেলো (বৈজ্ঞানিক নাম- ডিনিজিয়া এক্সেলসা) বাছটি ৮৮.৫ মিটার (২৯০ ফুট), আর এই গাছের বেড় বা চওড়া ৯.৯ মিটার (৩২ ফুট)। এটা আমাজনে পাওয়া এখনও অবধি সবচেয়ে বড় গাছ।
 বিজ্ঞানীরা প্রথমবার ২০১৯ এ ৩ ডি ম্যাপিং প্রজেক্টে উপগ্রহ ছবির মাধ্যমে এই গাছের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে। এরপর বিজ্ঞানীরা সেখানে পৌঁছনোর ব্লু প্রিন্ট বানানো শুরু করেন।

কিন্তু এতটাই মুশকিল এলাকা ছিল যা ১০ দিন পরে ফিরে আসতে হয়। এরপর তাঁরা ২৫০ কিলোমিটার পথ নদীপথে যাত্রা করেন। এরপরে তাঁরা গাছের কাছে পৌঁছনোর জন্য পাহাড়ি এলাকায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হয়। বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেওয়ার কারণেই এই গাছের এতটা ওজন এমনটাই মানছেন বিজ্ঞানীরা।