সেক্টর অফিসারকে ব্যাপক মারধর রাস্তাতেই!ফাটল মাথা, কাঠগড়ায় কারা?

সেক্টর অফিসারকে ব্যাপক মারধর রাস্তাতেই!ফাটল মাথা, কাঠগড়ায় কারা?

কংগ্রেস- সিপিএম জোটের কর্মীদের বিরুদ্ধে লাঠি দিয়ে সেক্টর অফিসারের মাথা ফাটিয়ে খুনের চেষ্টা অভিযোগ উঠলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলাকালীন । আশঙ্কাজনক অবস্থায় মোথাবাড়ি থানার চক্রধরপুর এলাকার ওই সেক্টর অফিসারকে চিকিত্‍সার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

ওই সেক্টর অফিসার সংজ্ঞাহীন হয়ে রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত মেডিকেল কলেজের চিকিত্‍সকেরা। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। সেক্টর অফিসারের ওপরে হামলা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। শনিবার দুপুর আড়াইটা নাগাদ মোথাবাড়ি থানার চক্রধরপুর এলাকায় ওই সেক্টর অফিসারকে কাছে পেয়েই বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা চালায় কংগ্রেস ও সিপিএমের জোটের একাংশ কর্মীরা বলে অভিযোগ। ঘটনার পর থেকে চক্রধরপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহলদারি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত সেক্টর অফিসারের নাম সৌমেন দত্ত (৪২)। তাঁর বাড়ি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায়। তিনি কালিয়াচক ২ ব্লকের সহকারি সমষ্টি উন্নয়ন আধিকারিকের পদে কর্মরত রয়েছেন। ওই ব্লকেই এদিন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন সৌমেনবাবু। দুপুরে কংগ্রেস এবং সিপিএমের একদল কর্মী সমর্থকেরা, চক্রধরপুর এলাকায় ভোট লুঠ হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে পূর্ণ-নির্বাচনের দাবি করেন সেক্টর অফিসারের কাছে। সেই সময় ওই সেক্টর অফিসার জানান যে সম্পূর্ণ অভিযোগের বিষয়টি লিখিত দিলে বিডিওকে জানানো হবে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জোটের একাংশ কর্মী ও সমর্থকেরা বলে অভিযোগ। রাস্তাতেই ওই সেক্টর অফিসারকে ব্যাপক মারধর করা হয়। বাঁশ দিয়ে হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত কয়েকজন পুলিশ কর্মী বাঁধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সেক্টর অফিসারের ওপর হামলার ঘটনায় বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিভাবে ঘটনাটি ঘটলো, কারা হামলা চালালো সেটিও খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।