সুপ্রিম কোর্টের নির্দেশে মোরেটোরিয়ামের মেয়াদ বাড়তে পারে ২ বছর

সুপ্রিম কোর্টের নির্দেশে মোরেটোরিয়ামের মেয়াদ বাড়তে  পারে ২ বছর

সময় বাংলা# করোনা মহামারীর মধ্যে খানিকটা হলেও হয়তো স্বস্থি পেতে চলেছেন ঋণগ্রহীতারা। এই মহামারী পরিস্থিতিতে ঋণ পরিশোধের ক্ষেত্রে মোরেটোরিয়ামের সময়সীমা বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।লকডাউনের সময় ছমাস অর্থাৎ গত ৩১ অগস্ট পর্যন্ত মোরেটোরিয়ামের সুযোগ দিয়েছিল আরবিআই। কিন্তু ঋণের উপর সুদ ধার্য করার ব্যাপারটি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।

মামলার শুনানির শুরুতে কেন্দ্র ও আরবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, এ বিষয়ে একটি হলফনামা দাখিল করেছে কেন্দ্র। কিন্তু বেঞ্চের তরফে জানানো হয়, এখনও হলফনামা মেলেনি। তখন শীর্ষ আদালতকে দু'তিনদিন পর বিষয়টি দেখার আর্জি জানান সলিসিটর জেনারেল।

বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চকে মেহতা জানান, করোনা সংক্রান্ত লকডাউন ও বিধিনিষেধের জেরে চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থনীতি প্রায় ২৪ শতাংশ সংকুচিত হয়েছে। তিনি বলেন, ‘বিভিন্ন খাতগুলি চাপের মধ্যে আছে এবং জাতীয় অর্থনীতি ২৩ শতাংশ সংকুচিত হয়েছে। আমি হলফনামা জমা দিয়েছে এবং দু'তিনদিন পর বা আগামিকাল শুনানি হলে স্বর্গ ভেঙে পড়বে না।’ একইসঙ্গে মেহতা জানান, বিষয়টি প্রতিকূল নয় এবং সেটা সমাধানের চেষ্টা করা হচ্ছে।