মলত্য়াগ করতে গিয়ে আর ফিরছে না গ্রামবাসীরা! ভয়ানক 'খুনি'কে দেখলেই গুলির নির্দেশ

মলত্য়াগ করতে গিয়ে আর ফিরছে না গ্রামবাসীরা! ভয়ানক 'খুনি'কে দেখলেই গুলির নির্দেশ

সাতটি তরতাজা প্রাণ চলে গেল। সাতজন গ্রামবাসীকে খুনের দায় তার উপর। এবার তারও আর রক্ষে নেই।

বাল্মীকি টাইগার রিজার্ভের জঙ্গল থেকে বেরিয়ে আশেপাশের গ্রামের মানুষদের শিকার করছে নরখাদক বাঘ। এখনও পর্যন্ত ৭টি মানুষের জীবন শেষ করেছে সেই নরখাদক বাঘ।

গ্রামবাসীরা এবার সংঘবদ্ধ হয়ে বন বিভাগের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকায় নরখাদক বাঘটিকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন নরখাদক বাঘটিকে দেখলেই গুলির নির্দেশ দিয়েছেন। শুটারদের একটি দলও গঠন করেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অপারেশন টাইগার। সবার আগে বাঘের লোকেশন ট্রেস করার কাজ হবে। বন ও পরিবেশ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অরবিন্দ চৌধুরী এমনই তথ্য জানিয়েছেন। বন বিভাগ ও বাঘা বাঘা পুলিশকর্মীদের একটি দল অভিযান চালাবে বলে জানা গেছে।

১২ সেপ্টেম্বর থেকে নরখাদকবাঘের আতঙ্ক ওই এলাকায়। এখনও পর্যন্ত উদ্ধারে সফলতা পায়নি বন বিভাগ। সব তথ্য এনটিসিএকে দেওয়া হয়েছে। বাগাহা এলাকায় এখনও পর্যন্ত ৭ জনকে খুন করেছে এই বাঘ। এবার এক যুবককে প্রাণে মেরেছে এই নরখাদক বাঘ।

মলত্যাগ করতে গিয়েছিলেন সঞ্জয় মাহাতো নামে এক যুবক। তাঁকে নরখাদক বাঘ আক্রমণ করে মেরে ফেলে। এর আগে বৃহস্পতিবার বাড়িতে ঘুমন্ত একটি মেয়েকে খুন করে বাঘটি।

বনের ধারে অবস্থিত গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কের পরিবেশে বাড়ি থেকে বেরোতে চাইছেন না গ্রামবাসীরা। সর্বত্র একই আওয়াজ ভেসে আসছে- দৌড়ো, বাঘ এসেছে। গ্রামবাসীরা মাঠে যেতে ভয় পাচ্ছেন। গ্রামের বেশিরভাগ লোকজনও বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।