ভারতে কোনও হিটলারের শাসন চলবে না কাকে বার্তা দিলেন মোহন ভাগবত্‍ শুরু জল্পনা

ভারতে কোনও হিটলারের শাসন চলবে না কাকে বার্তা দিলেন মোহন ভাগবত্‍ শুরু জল্পনা

ভারতের জাতীয়তাবাদ সবসময়ই অন্যকে আপন করে নেওয়ার কথা বলে। কখনও ভারত অন্য কোনও দেশের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে না। তাই ভারতে কোনও হিটলরের শাসন চলতে পারে না। শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত্‍।

শুক্রবার দিল্লিতে সংকল্প ফাউন্ডেশন আয়োজিত প্রাক্তন আমলাদের নিয়ে একটি সম্মেলনে এই মন্তব্য করেন ভাগবত্‍। তিনি বলেন, 'আমাদের জাতীয়তাবাদ কখনওই অন্য দেশের কাছে বিপদের কারণ হয়ে ওঠেনি।

এটাই আমাদের চরিত্র। আমাদের জাতীয়তাবাদ বসুধৈব কুটুম্বকমের কথা বলে। যার অর্থ, গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে ভাবতে শেখা। এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে দেওয়া। ফলে ভারতে কোনও হিটলার থাকতে পারেন না। যদি সেরকম কেউ থাকেন, তাহলে মানুষই তাঁকে টেনে নামাবেন।'

ভাগবত্‍ দাবি করেন, ভারতীয় জাতীয়তাবাদের ধারণা অন্যান্য দেশের থেকে আলাদা। কারণ অধিকাংশ ক্ষেত্রেই জাতীয়তাবাদ ধর্ম অথবা সংশ্লিষ্ট দেশের মানুষের স্বার্থ নির্ভর হয়। আরএসএস প্রধান মনে করিয়ে দিয়েছেন, প্রাচীন কাল থেকেই ভারতীয় জাতীয়তাবাদ বৈচিত্রকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে।

তিনি বলেন, 'প্রাচীন কাল থেকেই আমাদের কাছে ভগবানকে বিভিন্ন রূপে আরাধনা করা এবং বিভিন্ন ভাষায় কথা বলাটা স্বাভাবিক। আমাদের দেশের মাটি শুধুমাত্র মানুষকে খাবার এবং জলই দেয় না, বরং মূল্যবোধের শিক্ষাও দেয়। সেই কারণেই আমরা একে ভারত মাতা বলি।'

সঙ্কল্প ফাউন্ডেশন আরএসএস-এর অধীনে থাকা একটি প্রতিষ্ঠান। ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয় তারা। ফলে সেরকম একটি অনুষ্ঠানে গিয়ে আরএসএস প্রধানের এই বার্তা বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।