মিশরে উদ্ধার তেরোটি অক্ষত কফিন বন্দি মমি, বয়স কত জানেন?

মিশরে  উদ্ধার তেরোটি অক্ষত কফিন বন্দি মমি, বয়স কত জানেন?

সময় বাংলা# মিশর মানেই যেন রহস্য-রোমাঞ্চ দিয়ে ভরপুর। মিশরের প্রতিটি ইঞ্চি তে লুকিয়ে রয়েছে রহস্য ।সেখানের পুরাতত্ত্ববিদগণ খুঁজে পেয়েছেন কয়েক হাজার বছরের পুরনো তেরোটি শবাধার। এগুলি উদ্ধার করা হয়েছে সাহারা মরুভূমির গভীরে ফারাক্কা নামক সমাধিক্ষেত্র থেকে। জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিনে অবস্থিত ।এই শবাধার নিয়ে গবেষণা চলছে এখন এবং তারা নতুন নতুন নানা তথ্য দিয়ে যাচ্ছেন ।

শবাধার গুলি প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল বলে মনে করছেন গবেষকদল ।সবচেয়ে দারুণ ব্যাপার এগুলি যথেষ্ট ভাল অবস্থায় সুরক্ষিত রয়েছে ।এমনকি কাঠের শবাধার গুলির গায়ের রং ভালো অবস্থানে রয়েছে। এছাড়াও ওই সমাধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফাগাস পাওয়া গিয়েছে। বোতল আকৃতি মানুষের মতো নকশাযুক্ত সিল করা এই পাত্রগুলো অন্তোষ্টিক্রিয়া সময় ব্যবহৃত হতো

শবাধার গুলি একটির উপর আরেকটি সাজিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন মিশরের পর্যটন মন্ত্রক ।সেগুলি ভূমি থেকে 11 মিটার নিচে পাওয়া গিয়েছে। পর্যটনমন্ত্রী খালিদ আল আনানী বলেছেন এটা একটা অন্যরকম অনুভূতি যখন নতুন পুরাতাত্ত্বিক কিছু খুঁজে পাওয়া যায়।