এবারেই প্রথম কৌশিকি অমাবস্যায় জনমানব শূন্য তারাপীঠ

এবারেই প্রথম কৌশিকি অমাবস্যায়  জনমানব শূন্য তারাপীঠ

নিজস্ব সংবাদদাতা, তারাপীঠ# এবারের তারাপীঠে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো মঙ্গলবার । কোভিড-১৯ জেরে তারাপীঠ মন্দিরে পূণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এবার। দেশজুড়ে করোনা আবহে কৌশিকী অমাবস্যায় বন্ধ রয়েছে তারাপীঠ মন্দির। শুধুমাত্র সেবায়েতরা মন্দিরে প্রবেশ করবেন। পূণ্যার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না এ বছর। 


তারাপীঠে কৌশিকী অমাবস্যা নিয়ে কথিত আছে এই দিনটিতেই তারাপীঠের মহাশ্মশানে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন। সাধক বামদেব সিদ্ধিলাভও করেন। তাই ওইদিন তারাপীঠে প্রতিবছর বিশেষ পুজোর আয়োজন করা হয়। বিগত দেড় দশকে এই কৌশিকী অমাবস্যায় কার্যত বাঁধ ভাঙা মানুষের ভিড় হয় তারাপীঠের বুকে। কোনও কোনও বছর ২ লক্ষ মানুষ আসেন পুজো দিতে। তবে এ বছর সেই প্রথায় ছেদ পড়ছে। 
করোনার এই আবহে তারাপীঠের মন্দির কমিটি ও বীরভূম জেলাপ্রসাশন সিদ্ধান্ত নিয়েছে ভক্ত সমাগম ঠেকাতে ১২ অগাস্ট থেকে ২০ অগাস্ট মন্দির বন্ধ থাকবে। 
১৮ আগস্ট কৌশিকী অমাবস্যা। মঙ্গলবার সকাল ৯ টা ৪৬ মিনিট হইতে বুধবার সকাল ৮ টা ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। 


তারাপীঠে কৌশিকী অমাবস্যায় ভিড় সামাল দিতে কার্যত হিমসিম খেতে হয় বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে প্রতিবছর।অমাবস্যার প্রায় এক সপ্তাহ আগে থেকেই সেখানকার হোটেল ও লজগুলিতে পা রাখার জায়গা থাকত না। দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী ছুটে আসেন। এবার সেই পরিস্থিতি তৈরি হলে যে করোনার সংক্রমণ নিমেষে ছড়িয়ে পড়বে, তা বুঝতে পেরেই বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই কৌশিকি অমাবস্যাকে কেন্দ্র করে এলাকার ছোটো ছোটো ব্যাবসাদার,এবং আটো ট্রেকার চালকরা বেশ ভালো রোজগারের আশা করে থাকেন প্রতিবছর, কিন্তু এই করোনা পরিস্থিতিতে কয়েক মাস আগে থেকেই রুজি রোজগার বন্ধ । কৌশিকি অমাবস্যাতে  সেই  আশা মেটাবেন বলে ভাবলেও, সে আশা এবার আশাই থেকে গেলো। তবে মায়ের কাছে তাদের এই প্রার্থনা, সব গ্লানি ঘুচিয়ে আবার পরিস্থিতি ঠিক করে দিন মা তারা।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এ বছর ভক্তদের  ছাড়া কৌশিকী অমাবস্যা পালন হবে এটা খুব কষ্টের। মা তারার পুজো নিয়ম এবং রীতি মেনেই হবে। শুধু সেবায়েতরা প্রবেশ করবে মন্দিরে এই কৌশিকী অমাবস্যাতে। মূল পুজোয় মন্দির কমিটি কামনা করবে গোটা পৃথিবী থেকে যেন এই করোনা মহামারী দূর হয় আবার পরিস্থিতি স্বাভাবিক হয়।