বিজেপির রথযাত্রার পর এবার ১০ হাজার বাইকের পাল্টা মিছিল তৃণমূলের

বিজেপির রথযাত্রার পর এবার ১০ হাজার বাইকের পাল্টা মিছিল তৃণমূলের

সময় বাংলা# বিজেপির ‘‌পরিবর্তন যাত্রা’‌ পাল্টা বাইক মিছিলের ডাক দিল জেলা যুব তৃণমূল কংগ্রেস।  প্রায় ১০ হাজার বাইক ও ট্যাবলো নিয়ে বিশাল মিছিল বের করেছে তারা। এদিকে, একইদিনে, একই জায়গায় বিজেপি-তৃণমূলের কর্মসূচিকে ঘিরে বড়সড় অশান্তির আশঙ্কা করা হচ্ছে৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টায় চাপড়া থেকে বাইক মিছিলের সূচনা হয়েছে। দুদিন ব্যাপী এই কর্মসূচীতে গত ১০ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান ও সাফল্য তুলে ধরা হয়েছে৷ এই বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে ‘‌জনসমর্থন যাত্রা’‌।

এদিকে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ নবদ্বীপ থেকে দু’‌দিন ব্যাপী পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন ডে পি নড্ডা। শনিবার ও রবিবার মিলিয়ে নদিয়া জেলার ১৫টি বিধানসভা এলাকায় গড়াব বিজেপি–র এই রথের চাকা। পরিবর্তন যাত্রার রুট প্রসঙ্গে জেলার বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন,  নবদ্বীপ থেকে বেরিয়ে পরিবর্তন যাত্রা বিকেল ৫টায় ধুবুলিয়া হয়ে ৬টায় বেথুয়াডহরী পৌঁছাবে৷ আর এদিকে, একই সময় ওই ১৫টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভা এলাকায় একই রুট ধরে যাবে তৃণমূলের বাইক মিছিল।

স্বাভাবিকভাবেই শাসক-বিরোধী রাজনৈতিক দলের কর্মী–সমর্থকরা রাস্তায় মুখোমুখি হয়ে গেলে অশান্তির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তা ছাড়া দুটি বিরাট মিছিলের জেরে ট্রাফিক সমস্যা দেখা দেবেই। ৩৪ নম্বর জাতীয় সড়কে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসনিক কর্তারা৷

বিজেপি–র প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, ‌জে পি নড্ডার রোড শো–তে যদি কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটে তা হলে তার দায় বর্তাবে জেলা প্রশাসনের ওপর। তিনি বলেন, আমরা যা করছি সেটাই নকল করছে তৃণমূল। তাই বাইক র‌্যালির আয়োজন। তবে বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল৷ তাদের পাল্টা দাবি, জানুয়ারি মাসে তারা এই কর্মসূচির পরিকল্পনা এবং ঘোষণা করে। সেইসময়ই পুলিশ–প্রশাসনের থেকে  তারা অনুমতি নিয়ে রেখেছিল বলে দাবি তৃণমূলের৷