দেবীপক্ষের শুরুতেই বিপত্তি বাংলাদেশে নৌকাডুবিতে মৃত ২৪ জন

দেবীপক্ষের শুরুতেই বিপত্তি বাংলাদেশে নৌকাডুবিতে মৃত ২৪ জন

দেবীপক্ষের সূচনাতেই বিপত্তি। বাংলাদেশের করতোয়া নদীতে ডুবে গেল যাত্রীবোঝাই নৌকা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৪ জন যাত্রীর। মৃতদের মধ্যে ছিলেন আট জন শিশু-সহ ১২ জন মহিলা। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

বাংলাদেশী সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা যাচ্ছে,মহালয়ারদিন দুপুর দেড়টা নাগাদ বোদা উপজেলার আউলিয়া ঘাটে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

মহালয়ার দিন মাড়েয়া বাজার এলাকায় আউলিয়া ঘাটে ৭০-৮০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে ছাড়ার পরই আচমকা দুলতে শুরু করে নৌকাটি। নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হল না। যাত্রীদের মধ্যে নিহত ২৪ জন। যাঁরা সাঁতরে পাড়ে উঠতে পেরেছে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।

ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন-সহ পুলিশ এবং দমকলবাহিনী। উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয়রাও। ইতিমধ্যে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।