চুল পড়ার সমস্যায় নাজেহাল? এক চিমটে কেশরের গুণে হয়ে উঠুন কেশবতী

চুল পড়ার সমস্যায় নাজেহাল? এক চিমটে কেশরের গুণে হয়ে উঠুন কেশবতী

বিশ্বের দামি মশলার তালিকায় সবচেয়ে উপরে থাকে জাফরান বা কেশর। কেশর উত্‍পাদনেও যেমন কসরত করতে হয়, তেমনই এই মশলার একটু ছোঁয়া লাগলেই ঝলমলে ওঠে চুল। বহু গবেষণায় কেশরের স্বাস্থ্য উপকারিতা প্রমাণিত হয়েছে। এমনকী নিখুঁত ত্বকের রহস্যও লুকিয়ে রয়েছে ফুলের এই রেণুর মধ্যে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ঝলমলে চুলের চাবিকাঠিও লুকিয়ে রয়েছে এই এক চিমটে কেশরের মধ্যে।

যাঁদের চুল পড়ার সমস্যায় নাজেহাল অবস্থা, তাঁদের জন্য ভীষণ কার্যকর এই কেশর।

দিনে একশোটা চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর বেশি চুল পড়লেই সাবধান হওয়া জরুরি। অনেক সময় নানা শারীরিক অবস্থার কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়। তবে আপনি যদি খুশকি, চুল পড়ার সমস্যায় ভোগেন তাহলে কেশর ব্যবহার করে দেখতে পারেন। এই অমূল্য মশলাটি চুলের সমস্যা দূর করতে দারুণ উপযোগী।

চুল পড়া কমাতে কেশর-

কেশরের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা চুল পড়া কমাতে সাহায্য করে। এক কাপ দুধে এক চিমটে কেশর ভিজিয়ে রাখুন। এতে সামান্য পরিমাণ যষ্টিমধু মিশিয়ে দিন। এই মিশ্রণটি হাত দিয়ে একটু চটকে নিন। তারপর এই মিশ্রণটি স্ক্যাল্পে ও চুলে ভাল করে মেখে নিন। হালকা হাতে ম্যাসাজ করে নেবেন। মিনিট পনেরো রেখে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার করে এই মিশ্রণটি ব্যবহার করলে আপনার চুল পড়া কমে যাবে।

খুশকি দূর করতে কেশর-

অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু মাখলেও পুরোপুরি খুশকির সমস্যা দূর হয় না। পাশাপাশি এই ধরনের শ্যাম্পুতে চুল নষ্ট হয়ে যায়। খুশকি দূর করতে এবং চুলের স্বাস্থ্য ভাল রাখতে আপনি কেশর ব্যবহার করে দেখতে পারেন। এক চিমটে কেশন নিয়ে গুঁড়ো করে নিন। এতে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটিতে দু’চামচ যে কোনও হেয়ার অয়েল মিশিয়ে দিন। সবচেয়ে ভাল হয় যদি আপনি নারকেল তেল, অলিভ অয়েল কিংবা অন্য কোনও ভেষজ তেল ব্যবহার করেন। এরপর এই তেলের মিশ্রণটি হালকা করে গরম করুন এবং স্ক্যাল্পে লাগান। নিয়মিত এই তেল লাগালেই খুশকি সমস্যা দূর হয়ে যাবে।

ঝলমলে চুল পেতে ব্যবহার করুন কেশর-

দূষণ ও ক্রমাগত রাসায়নিক পণ্যের ব্যবহার আমাদের চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা কেড়ে নেয়। এতে চুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুজোর আগে চুলের হারানো জেল্লা ফিরে পেতে কেশর ব্যবহার করতে পারেন। এক চা চামচ কেশরকে গুঁড়ো করে নিন। এতে অলিভ অয়েল কিংবা নারকেল তেল মিশিয়ে নিয়ে সামান্য গরম করে নিন। এই মিশ্রণটিতে এক চিমটে কেশরের দানা ফেলে দিয়ে একটি এয়ার টাইট কৌটোতে ভরে রাখুন। এই তেল দিয়ে চুল ও স্ক্যাল্প মালিশ করলে চুলের বৃদ্ধি ভাল হবে এবং চুলে উজ্জ্বলতা আসবে। প্রতিবার ব্যবহার তেলের বোতলটা ঝাঁকিয়ে নেবেন।