জাপানে টাইফুন কাড়ল ২ জনের প্রাণ, বিদ্যুত্‍বিচ্ছিন্ন লক্ষ মানুষ

জাপানে টাইফুন কাড়ল ২ জনের প্রাণ, বিদ্যুত্‍বিচ্ছিন্ন লক্ষ মানুষ

টাইফুনের দাপটে বিদ্যুত্‍হীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। টাইফুনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর শিজুওকা। জানা গেছে, টাইফুনের জেরে ওই এলাকায় ভারী বর্ষণ হচ্ছে।

বইছে ঝোড়ো হাওয়া। ভূমিধস দেখা দিয়েছে। এই ভূমিধসেই নিহত একজনের বয়স ৪০। খাদে পড়া গাড়িতে পাওয়া যায় ২৯ বছর বয়সী আরেকজনের দেহ। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এখনও অবধি বৃষ্টি হয়েছে ৪১৭ মিলিমিটার। ঝোড়ো হাওয়া বইছে ৬০-৬৫ কিলোমিটার গতিতে। ভূমিধসের জেরে ভেঙে পড়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুত্‍বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুত্‍ বন্টনকারী সংস্থা।
অপরদিকে টোকিও থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের ইয়োকোহামা শহরের বাসিন্দাদের শনিবার দুপুরের মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।