ওভালে বিরাট-রাহানেই ভরসা, টেস্টের শিরপা দখলের লরাইয়ে ভারতের দরকার আর ২৮০ রান

ওভালে বিরাট-রাহানেই ভরসা, টেস্টের শিরপা দখলের লরাইয়ে ভারতের দরকার আর ২৮০ রান

ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। আইপিএল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে শেষ ওভারে ৩২ রান দরকার হলেও ম্যাচ জেতা যায়। টেস্টের আরও সৌন্দর্য্য। সাদা পোষাকের এই ক্রিকেটে কোনওসময় ঠুকঠুকে খেলা হয়, আবার ওই খেলাই বদলে যায় নিমেষের মধ্যে। সেইসময় ক্ল্যাইম্যাক্সে ভরপুর থাকে চিত্রনাট্য।

রবিবার ওভালে সেরকমই একটি হওয়ার জন্য অপেক্ষা করা যেতে পারে। খেলা শুরু বিকেল তিনটা থেকে। তারপর রাত পৌনে এগারোটা পর্যন্ত দেখার কী হতে পারে ঐতিহাসিক টেস্ট ম্যাচে। ভারত কি শেষমেশ ৪৪৪ রান করে জিততে পারবে? না অজিরাই ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করে টেস্টের মুকুট মাথায় পরবে?

শনিবার দিনের শেষে বিরাট কোহলি (৬০ বলে ৪৪) ও অজিঙ্ক্যা রাহানে (২০) অপরাজিত থেকে গেলেন। এই দুই সিনিয়র ব্যাটারই ভরসা। প্রতিবার জাদেজা ও শার্দূল ঠাকুর বুক চিতিয়ে লড়াই করে ম্যাচ জেতাবেন আশা করা অন্যায়ই। ভারতীয় দল শেষমেশ দিনের শেষে করেছে ১৬৪ রান তিন উইকেটে।

ভারতীয় দল শুরুটা দ্বিতীয় ইনিংসে ভাল করেছিল। বেশ ভালই খেলছিলেন দুই ওপেনার রোহিত শর্মা (৬০ বলে ৪৩) ও শুভমান গিল (১৯ বলে ১৮ রান)। কিন্তু বোল্যান্ডের বলে এবারও ঠকলেন গিল। তাঁর ক্যাচ স্লিপে নিয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু সেই আউট নিয়ে বিতর্ক রয়েছে। টিভি রিপ্লেতে দেখা গিয়েছিল, বল আগেই মাটি স্পর্শ করেছে।

তারপরেও রোহিত শর্মা, চেতেশ্বর পূজারাদের ব্যর্থতা আড়াল করা যাবে না। এমন একটি ম্যাচে যেখানে জিতলেই টেস্টের সেরা দলের অ্যাখ্যা পাবে, সেখানে কী করে তাঁরা উইকেট ছুড়ে আউট হলেন, সেই নিয়েও আলোচনা চলছে।

বিরাট কোহলি ও রাহানে খেলা শেষে যখন মাঠ ছেড়ে সাজঘরের দিকে এগোলেন, সেইসময় দর্শকরা সমানে বিরাট, বিরাট চিত্‍কার করে চলেছিলেন। তিনি তাঁদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়লেন। গ্যালারিতে দেখা গেল স্ত্রী অনুষ্কা শর্মাও করতালি দিয়ে দুই সিনিয়র তারকাকে অভিনন্দন জানাচ্ছেন।

কোহলি আইসিসি নকআউটে সবচেয়ে বেশি রান করে নজির গড়লেন। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ হাজার রান পূর্ণ করলেন, টেস্টে অজিদের বিরুদ্ধে দুই হাজার রানও করেছেন। তিনি আইসিসি নকআউট ফাইনালেও বেশি রানের অধিকারী।

সবটাই ঠিক থাকবে যদি তিনি এই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। তিনি আইসিসি ট্রফি জেতেননি তাঁর অধিনায়কত্বে। কিন্তু ব্যাটার হিসেবে ভারতকে জেতালে আরও বেশি বন্দিত হবেন, সন্দেহ নেই।